NE UpdatesBarak UpdatesBreaking News
Land Rights to be exclusively vested with the indigenous people in Assam: Cabinet decisionআসামে জমির অধিকার শুধু ভূমিপুত্রদেরই, মন্ত্রিসভার সিদ্ধান্ত
But who are the indigenous people?
২১ ডিসেম্বর: ক্যা-তে হিন্দু বাঙালিদের কতটা উপকার হয়েছে বলা মুশকিল৷ কিন্তু ক্যা-বিরোধীদের বাগে আনতে শনিবারের মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে৷ তাতে দুশ্চিন্তা বেড়েছে আসামের বঙ্গভাষীদের৷
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আসামে জমির অধিকার থাকবে শুধুই আসামের ভূমিপুত্রদের৷ বিধানসভার আগামী অধিবেশনেই এ সংক্রান্ত বিল আনা হবে৷ কিন্তু রাজ্যে ভূমিপুত্র কারা, তা-ই যে এখনও চূড়ান্ত হয়নি!
আসাম হেরিটেজ প্রিজারভেশন বিল বিধানসভায় আনার ব্যাপারেও এ দিন সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ মন্ত্রিসভা চূড়ান্ত করেছে, অসমিয়াকেই রাজ্য ভাষা হিসেবে ঘোষণা করা হবে৷ তবে বরাক উপত্যকা, বড়োল্যান্ড এবং পার্বত্য জেলাগুলিতে তা কার্যকর হবে না৷ অন্যত্র কার্যকর করার জন্য সংবিধানের ৩৪৫ অনুচ্ছেদ সংশোধন করতে কেন্দ্রকে অনুরোধ করা হবে৷ ইংরেজি কি অসমিয়া, সব মিডিয়ামের স্কুলে অসমিয়া ভাষা বাধ্যতামূলকভাবে শেখাতে হবে৷ এ ক্ষেত্রেও বরাক উপত্যকা, বড়োল্যান্ড এবং পার্বত্য জেলাসমূহ এর বাইরে থাকবে৷
মন্ত্রিসভার বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাভা, তিওয়া, মিসিং, সনোয়াল কছারি, থাঙ্গাল কছারি ও দেউরি জনজাতি স্বশাসিত পরিষদকে এমন সাংবিধানিক মর্যাদা দেওয়া হবে যে, এরা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছ থেকে সরাসরি তহবিল পাবে৷ পাবে তার অধিকার এবং সুযোগসুবিধাও৷ জনজাতি স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্যরা নিজেদের মহকুমা পর্যায়ের ল্যান্ড অ্যাডভাইজরি কমিটিতেে পদাধিকারবলে সদস্য হবেন৷ এ ছাড়াও, মরান ও মটকদের জন্য দুইটি নতুন পরিষদ গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ গঠিত হবে গোয়ালপাড়া জেলার কোচ রাজবংশীদের নিয়ে আরেকটি পরিষদ৷