NE UpdatesHappeningsBreaking News
কোকরাঝাড় ডিটেনশন ক্যাম্পে মৃত্যু মহিলারLady dies in Kokhrajhar detention camp
৭ এপ্রিল : ডিটেনশন ক্যাম্পে বন্দি থাকা অবস্থায় মারা গেলেন এক মহিলা। কোকরাঝোড় ডিটেনশন ক্যম্পে বন্দি থাকা এই মহিলা মারা গেছেন মঙ্গলবার। সরকারি সূত্রে খবর, তিনি ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে বন্দি ছিলেন। তাঁর ক্যান্সার হয়েছিল। এই নিয়ে অসমে ডিটেনশন ক্যাম্পে মারা গেলেন ৩০ জন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাবেদা বেগম ওরফে রোবা বেগম। তিনি ডিমা হাসাও জেলায় থাকতেন। তিনি নাগরিকত্ব প্রমাণ করার জন্য নথিপত্র দেখাতে পারেননি। তাই এই ডিটেনশন ক্যাম্পে বন্দি ছিলেন ৬০ বছর বয়সী এক মহিলা।
উল্লেখ্য, অনুপ্রবেশকারীদের আটকে রাখার জন্য অসমে মোট ছ’টি ডিটেনশন সেন্টার আছে। সেগুলি বিভিন্ন জেলের ভেতরেই রয়েছে। এগুলোতে এখন ৮০০ জন বিদেশি আটক রয়েছেন। গত বছর লোকসভা ভোটের আগেই শোরগোল উঠেছিল গোয়ালপাড়া ডিটেনশন শিবিরে বিনা চিকিত্সায় মৃত্যু হয়েছে একজনের। সচিত্র ভোটার তালিকা থাকা সত্ত্বেও ২০১৭ সালে বিদেশি হিসেবে তাঁকে ঘোষণা করে ফরেনার্স ট্রাইব্যুনাল। বন্দি করা হয় গোয়ালপাড়ার এক শরণার্থী শিবিরে।