Barak UpdatesBreaking News
লিংকে ক্লিক করে শুনানির দিন জানুন, মন্তব্য এনআরসি কর্তৃপক্ষেরKnow your date of hearing by clicking on the link, said NRC authority
৮ জুলাই : এনআরসির সম্পূর্ণ খসড়া থেকে নাম বাদ পড়া যে সকল লোক দাবি দাখিল করার পর শুনানির সময়সূচি পাননি, তাদের এনআরসির ওয়েবসাইটে থাকা লিংকে নিজের শুনানির দিন পরীক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছেন। আবেদনকারীদের বলা হয়েছে এনআরসির ওয়েবসাইটে থাকা লিংকে নিজের শুনানির তারিখ পরীক্ষা করে দেখা যাবে। যাদের শুনানির দিন এখনও ধার্য হয়নি, তারা এই লিংকে শুনানির জন্য অনুরোধ জানাতে পারবেন।
উল্লেখ্য জাতীয় নাগরিকপঞ্জির খসড়া তালিকা থেকে বাদ পড়া লোকেদের নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন ও শুনানি প্রক্রিয়া বর্তমানে চলছে। আগামী ১১ জুলাই পর্যন্ত আবেদনকারীরা দাবি ও আপত্তি দাখিল করতে পারবেন। এর আগে ২০১৮ সালের ৩০ জুলাই খসড়া তালিকা প্রকাশিত হয়। তাছাড়া আগামী ৩০ জুলাই যে চূড়ান্ত খসড়া প্রকাশিত হবে, তাতে অযোগ্য বিবেচিত ১ লক্ষ ২ হাজার ৪৬২ জন লোকের নাম অন্তর্ভুক্ত করে গত ২৬ জুন এই বাদ পড়া অতিরিক্ত তালিকাটি প্রকাশ করা হয়েছিল।