NE UpdatesBarak UpdatesBreaking News
গুয়াহাটিতে ফ্যাশন শো-এ বরাকের ৭টি পুরস্কারKing, Queen, Princess & Kids contest at Guwahati: Tanish, Deepakshi & Nikita from Silchar earn laurels
তিনটি ক্যাটেগরিতে সেরা তানিশ, দীপাক্ষী, নিকিতা 7Sangeetanjali makes a mark in Fashion Show World
৮ সেপ্টেম্বর : গুয়াহাটিতে একটি ফ্যাশন শো প্রতিযোগিতায় শিলচরের প্রতিযোগীরা বেশ কয়েকটি ইভেন্টে কৃতিত্বের ছাপ রাখলেন। সেখানকার আইটিএ মাছখোয়ায় অনুষ্ঠিত ‘কিং কুইন প্রিন্সেস অ্যান্ড কিডস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় জয়জয়কার বরাকের ট্যালেন্টদের।
প্রতিযোগিতার প্রিন্সেস ক্যাটেগরিতে চ্যাম্পিয়ান হয়েছেন নিকিতা বণিক এবং ফার্স্ট রানার্স আপ স্নেহা দেব। কিং ক্যাটেগরিতে প্রথম রানার্স আপ নিশান্ত সিনহা। তাছাড়া কিডস ‘এ’ গ্রুপে সেরা দীপাক্ষী ঘোষ এবং ফার্স্ট রানার্স আপ রুদ্রানী নাথ। কিডস ‘বি’ গ্রুপে সেরা খেতাবটি পেয়েছে তানিশ গোস্বামী ও সেকেন্ড রানার্স আপ সৌম্যদীপ।
গুয়াহাটির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সঙ্গীতাঞ্জলি এই ফ্যাশন শো প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন সঞ্জীব নারাইন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার শাহ মহম্মদ তানভীর মনসুর, নরেশ জৈন, সৌমেন ভারতীয়া প্রমুখ। ছিলেন আয়োজক সংস্থার প্রধান সঙ্গীতা চৌধুরীও।
বরাক উপত্যকা থেকে মোট ১৪ জন প্রতিযোগী যোগদান করেছিল আর কে এন্টারটেনমেন্টের সহযোগিতায়। এই সংগঠনের পক্ষে কাকলি ঘোষ, প্রদ্যুত আচার্য, সাগর দাস প্রমুখ জানান, আইটিএ মাছখোয়ায় ফাইনাল অনুষ্ঠিত হয়েছে গত ৩ সেপ্টেম্বর।
কিন্তু তার আগে ৬ মাস ধরে দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েকশ প্রতিযোগীর মধ্যে অডিশন অনুষ্ঠিত হয়। এর মধ্য থেকেই বরাকের প্রতিযোগীরা সেরা প্রদর্শন করে। তাঁরা জানান, মোট ৭৫ জনকে নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এঁদের মধ্য থেকেই ৭টি পুরস্কার ছিনিয়ে এনেছে বরাকের প্রতিযোগীরা।