Barak UpdatesHappeningsBreaking News
অফলাইন পরীক্ষায় আপত্তি জানিয়ে স্মারকপত্র দিল কাছাড় কলেজের ছাত্ররাও
১২ সেপ্টেম্বরঃ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে স্নাতক পর্বের পরীক্ষার্থীদের পরিক্ষায় বসার যে নির্দেশ দিয়েছে আসাম বিশ্ববিদ্যালয়, এর বিরুদ্ধে ছাত্রছাত্রীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। শুক্রবার গুরুচরণ কলেজে বিক্ষোভ প্রদর্শনের পর শনিবার কাছাড় কলেজের একদল ছাত্র অধ্যক্ষের মাধ্যমে উপাচার্যের উদ্দেশে স্মারকলিপি প্রদান করে। তাতে অফলাইন পরীক্ষাগ্রহণের সিদ্ধান্তের বিরোধিতা করেন। তাঁরা অনলাইনে পরীক্ষাগ্রহণের দাবি জানায়। তাঁদের স্মারকলিপিতে অধ্যক্ষও লিখে দেন, ছাত্রছা্ত্রীদের সোশ্যাল ডিসট্যান্সিং মানানো কঠিন ব্যাপার, কলেজে তাদের সমাগম ঝুঁকিরও। তাই বিষয়টি বিবেচনা করা যেতে পারে। স্মারকপত্র প্রদানের সময় ছাত্রদের মধ্যে উপস্থিত ছিল রোহন রায়, সলিল চন্দ, ইমরুল মজুমদার, বিক্রম পাল প্রমুখ।