Barak UpdatesHappeningsBreaking News

দায়িত্ব নিলেন কাছাড়ের নয়া জেলাশাসক রোহনকুমার ঝা
Keerthi Jalli hands over charge to new DC of Cachar Rohan Kr Jha

ওয়েটুবরাক, ১৫ জুলাইঃ জেলাশাসক পর্যায়ে রদবদলের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গত ১২ জুলাই। অপ্রত্যাশিত ভাবে কীর্তি জল্লিকে কাছাড় থেকে কামরূপে যাওয়ার নির্দেশ দেওয়া হয়৷ দু-দিনেই দায়িত্ব হস্তান্তরের যাবতীয় ফাইল তৈরি করা হয়। আজ শুক্রবার দুপুরে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়ে যায়। কীর্তি জল্লির কাছ থেকে দায়িত্ব সমঝে নিলেন আইআইটি বোম্বে-র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আইপিএস, আইএএস রোহনকুমার ঝা।

প্রথা মেনে জেলা প্রশাসনের কর্মচারীরা একই অনুষ্ঠানে প্রথমে কীর্তি জল্লিকে বিদায় সংবর্ধনা জানায়।  পরে নয়া জেলাশাসক রোহনকুমার ঝা-কে স্বাগত জানিয়ে বরণ করে নেয়। আবেগঘন পরিবেশে সবাই পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

রোহন কুমার ঝা ২০১০ সালে আইআইটি বোম্বে থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হন। সে বছরেই ডেরাইভেটিভস ট্রেডার নামে এক সংস্থায় কর্মজীবন শুরু করেন। পরে অবশ্য পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বসার প্রস্তুতি নিতে নয়মাস কাজ করেই চাকরিটা ছেড়ে দেন। কমদিনেই সাফল্য এসে ধরা দিয়েছিল। ২০১৪ সালের ডিসেম্বর তিনি আইপিএস হয়ে যান। হায়দরাবাদে দশমাস পুলিশ ইউনিফর্ম পরিধানও করেন। পরের বছরই আইএএস মেলে। প্রথম নিযুক্তিতে বিলাসীপাড়ার মহকুমাশাসক। শেষে দায়িত্ব পেয়েছিলেন হাইলাকান্দির জেলাশাসকের। কমদিনের মধ্যেই সরকার তাঁকে কাছাড়ের মতো গুরুত্বপূর্ণ ও বৃহদাকার জেলার দায়িত্ব তুলে দিল।

এ দিকে, কীর্তি জল্লি সকাল থেকে বিদায় সংবর্ধনা গ্রহণ করেন। বিভিন্ন সংস্থা যেমন সংবর্ধিত করেছে, তেমনি বেশ কিছু মানুষ শেষদিনে ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছেন। জল্লি কাছাড় ক্যানসার হাসপাতালে যান, সক্ষমের পক্ষ থেকেও বিদায় সংবর্ধনা জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker