Barak UpdatesHappeningsBreaking News
Keerthi Jalli appointed new DC of Cachar, Megha in Hailakandiকাছাড়ের নয়া জেলাশাসক কীর্তি জল্লি, হাইলাকান্দিতে মেঘনিধি
8 মেঃ কাছাড়ের নতুন জেলাশাসক হিসাবে দায়িত্ব নিচ্ছেন কীর্তি জল্লি। তিনি এতদিন সুনামের সঙ্গে হাইলাকান্দি জেলায় কাজ করছিলেন। তাঁর জায়গায় এসেছেন মেঘনিধি দাহাল। কাছাড়ের বিদায়ী জেলাশাসক বর্ণালী শর্মাকে এমপ্লয়মেন্ট অ্যান্ড ক্রাফ্ট ডিরেক্টর পদে বদলি করা হয়েছে। ওই বিভাগের বর্তমান ডিরেক্টর মৃগেশ নারায়ণ বরুয়াকে সমতল জনজতি কল্যাণ ডিরেক্টের পদে বদলি হয়েছেন। রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি টিপি বরগোঁহাই শুক্রবারই এই নির্দেশ জারি করেছেন। এক বিশেষ সূত্রে জানা গিয়েছে, আইএএস কীর্তি জল্লি শনিবারই শিলচরে এসে নিজের নতুন দায়িত্বভার বুঝে নেবেন।
কাছাড়ে পরপর তিন দক্ষিণী আইএএস জেলাশাসক হিসেবে কাজ করে যাওয়ার পর এসিএস বর্ণালী শর্মা যেন খেই পাচ্ছিলেন না। এর মধ্যে করোনা ভাইরাস তাঁর ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। অনুমান করা হচ্ছে, আজমির ফেরত বাসযাত্রীদের কোয়রান্টাইন না করে বাড়ি পাঠানোর জেরে সমাজে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে, বদলির নির্দেশ এরই জের। জেলায় করোনা পজিটিভের সংখ্যা নিত্য বাড়ার পেছনে জেলা প্রশাসনকে দায়ী করেছেন য়েমন শিলচরের বিজেপি বিধায়ক দিলীপকুমার পাল, তেমনি কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব।
কীর্তি জল্লির কাছাড়ে আসার খবরে সন্তোষ প্রকাশ করে অনেকে আশা করছেন, এ বার জেলা প্রশাসনে ক্ষিপ্রতার সঙ্গে কাজ হবে। এই সময়ে জেলায় আরও দুই আইএএস অফিসার রয়েছেন।