NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

কৌশিক রাই পিএসির সদস্য মনোনীত
Kaushik Rai nominated as member of Public Accounts Committee (PAC)

ওয়েটুবরাক, ১৯ সেপ্টেম্বর : লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই আসাম বিধানসভার পাব্লিক অ্যাকাউন্টস কমিটি (পিএসসি)-র সদস্য মনোনীত হয়েছেন। আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী আজ সোমবার তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্তি দেন। তিনি জয়ন্ত মল্ল বরুয়ার স্থলাভিষিক্ত হলেন৷ মন্ত্রী হওয়ায় জয়ন্ত মল্লকে পিএসি থেকে সরে যেতে হয়৷ এই নতুন দায়িত্ব প্রদানের জন্য বিধায়ক রাই অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারিকে ধন্যবাদ জানান৷

কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা, সংসদ বিষয়ক মন্ত্রী পীযুষ হাজরিকা ও ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশ সভাপতি ভবেশ কলিতার প্রতি৷ বলেন, “আপনারা যে আমার উপর আস্থা রেখে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, তাতে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।”

কৌশিক রাইয়ের পিএসি সদস্য পদ লাভের দরুন বিজেপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে৷ তাঁরা কৌশিক রাইকে অভিনন্দন জানান৷ তাঁর ক্রমোন্নতি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন৷
প্রসঙ্গত, বর্তমানে পিএসির চেয়ারম্যান হলেন ওয়াজেদ আলি চৌধুরী৷ সদস্যরা মানব ডেকা, উৎপল বরা, বসন্ত দাস, রমেন্দ্র নারায়ণ কলিতা, ভবেন্দ্রনাথ ভরালি, গোবিন্দ চন্দ্র বসুমাতারি, হাফিজ বসির আহমেদ, কমলাক্ষ দে পুরকায়স্থ, করিমউদ্দিন বড়ভুইয়া এবং নতুন সদস্য কৌশিক রাই৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker