Barak UpdatesHappenings

করিমগঞ্জ কলেজের অধ্যাপক সব্যসাচী রায় পজিটিভ, বাড়িতেই চিকিৎসা
Karimganj College teacher Sabyasachi Roy tests +ve

১৯ জুলাইঃ করিমগঞ্জ কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক সব্যসাচী রায় করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁর শরীরে অবশ্য কোনও উপসর্গ নেই৷ তিনি এবং তাঁর পিতা সতু রায় স্বেচ্ছায় কোভিড টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন৷ তাতেই রিপোর্ট আসে, সব্যসাচী ওরফে সুমনবাবু পজিটিভ৷ তবে তাঁর বৃদ্ধ পিতা, করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির সভাপতি সতু রায় নেগেটিভ৷

বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রাক্তন সাধারণ সম্পাদক সব্যসাচী রায় অবশ্য কোভিড বিধির সব শর্ত পূরণ করে বাড়িতেই থাকছেন৷ তিনি জানান, বাড়িতে গাড়ির সমস্যা নেই৷ দুইজন ডাক্তার রয়েছেন, ডাক পেলেই চলে আসবেন৷ এ ছাড়া, থার্মোমিটার বাড়িতে আছেই৷  অক্সিমিটার কিছুক্ষণ আগে কিনিয়ে এনেছেন৷ সব জেনে জেলা স্বাস্থ্য বিভাগ তাঁকে বাড়িতেই সম্পূর্ণ আলাদাভাবে থাকার অনুমতি দিয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker