NE UpdatesBarak UpdatesHappenings

সংস্কৃতে শপথ নিলেন সোনাইর এআইইউডিএফ বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া
Karim Uddin Barbhuiya of AIUDF takes oath as MLA in Sanskrit

ওয়েটুবরাক, ২১ মেঃ আসাম বিধানসভার সদস্য হিসেবে আজ শুক্রবার ১২৫জন সদস্য শপথ নিয়েছেন। অপর সদস্য ফণীভূষণ চৌধুরী প্রোটেম স্পিকার হিসেবে গত বৃহস্পতিবার শপথ গ্রহণ করেন। তাঁকে মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান মুখ্যসচিব জিষ্ণু বরুয়া। সেই সূত্রেই আজ ফণীবাবু সকলকে শপথবাক্য পাঠ করান। প্রথম শপথ নেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।তাঁর ঠিক পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তবে শপথ গ্রহণ কর্মসূচিতে নজর কাড়েন দুই বিধায়ক। কারাবন্দি অখিল গগৈ এ দিন বিধানসভার সদস্য হিসেবে শপথ নিয়ে রেকর্ড গড়েন। এর আগে কেউ কারাগার থেকে আসাম বিধানসভায় শপথ নিতে আসেননি।

এ দিন দ্বিতীয় আকর্ষণ ছিলেন সোনাইর এআইইউডিএফ বিধায়ক করিউদ্দিন বড়ভুইয়া ওরফে সাজু। তাঁকে যখন প্রথমবার ডাকা হয়, তখন তিনি অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতির দরুন প্রোটেম স্পিকার ডেকে নেন লক্ষীপুরের কৌশিক রাইকে। তিনি তাঁর মাতৃভাষা হিন্দিতে শপথ নেন। পরে করিমউদ্দিন বড়ভুইয়া অধিবেশন কক্ষে হাজির হলে তাঁকে শপথগ্রহণের জন্য আহ্বান করা হয়। তিনি সকলকে বিস্মিত করে সংস্কৃতে শপথবাক্য পাঠ করেন।

এই দুইজন বাদে বরাক উপত্যকার পনেরো বিধায়কের তেরোজনই বাংলায় শপথ নেন। এ ব্যাপারে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন বিশেষ উদ্যোগ নেয়। গতবার মধ্য হাইলাকান্দির এআইইউডিএফ বিধায়ক আনোয়ার হোসেন লস্কর অসমিয়ায় শপথ নিয়েছিলেন। তাই এআইইউডিএফ বিধায়কদের নিয়ে আশঙ্কায় ছিলেন বঙ্গ সাহিত্যের কর্মকর্তারা। আশঙ্কা ছিল বিজেপি বিধায়কদের নিয়েও। শেষে অবশ্য তেরোজন বাংলায় শপথ নেন। কৌশিকবাবুর মাতৃভাষায় শপথগ্রহণকেও সাধুবাদ জানানো হয়।

কিন্তু এআইইউডিএফ বিধায়ক করিমউদ্দিন সংস্কৃতকে কেন বেছে নিলেন? তাঁকে টেলিফোনে পাওয়া যায়নি। মন্তব্যে নারাজ এআইইউডিএফ নেতৃবৃ্ন্দও।

এ নিয়ে অবশ্য বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে বেশ চর্চা চলছে৷ অনেকের মতে, এ তো ভালই, দুঃসময়ে সম্প্রীতির বার্তা দিলেন৷ আবার অন্য একাংশের মতে, শাসকদলের সঙ্গে তাল মিলিয়ে চলার বার্তাটা তিনি শুরুতেই দিয়ে রাখলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker