India & World UpdatesHappenings

কুম্ভমেলায় করোনার দাপট, আক্রান্ত তিনশ’র বেশি
Kumbh Mela in the grip of COVID-19, more than 300 tests +ve

৪ এপ্রিল : উত্তরাখণ্ডের হরিদ্বারে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কুম্ভ মেলায় করোনার সংক্রমণ ঘটেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী শঙ্করাচার্য চকের কৃষ্ণ আশ্রমের ৭ জন সন্ন্যাসী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে।

গত চারদিন ধরে কুম্ভ মেলায় কয়েকশো লোক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। কুম্ভ মেলার স্বাস্থ্য আধিকারিক জানান, এ বছর কুম্ভ মেলা শুরু থেকে এ পর্যন্ত ৩০০ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গত ১ এপ্রিল থেকে কুম্ভ মেলা শুরু হয়েছে, এটি আগামী ৩০ দিন ধরে চলবে। কিন্তু করোনা যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে আগামী দিনগুলোতে কী অবস্থার সৃষ্টি হবে, তা নিয়ে উদ্বিগ্ন উত্তরাখণ্ড সরকার।

করোনার কথা চিন্তা করে রাজ্য সরকার বেশ কিছু নির্দেশ জারি করেছে। সে অনুযায়ী আরটি-পিসিআর টেস্টে নেগেটিভ এলেই মেলায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এই রিপোর্ট সাতদিনের মধ্যে হতে হবে। এ বছর কুম্ভ মেলায় ১২, ১৪ ও ২৭ এপ্রিল তিনটি স্নানের যোগ রয়েছে। এই তিন দিনে স্নানে লক্ষ লক্ষ লোক অংশগ্রহণ করেন। স্বাভাবিকভাবেই এই সময়ে করোনা বিধি কতটা পালন সম্ভব হবে, তা নিয়ে শঙ্কিত রয়েছেন অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker