HappeningsBreaking News
রাজ্যসভায় বিজেপি প্রার্থী কামাখ্যা প্রসাদ
Kamakhya Prasad Tasha nominated as BJP’s candidate in Rajya Sabha

২৭ মেঃ রাজ্যসভা নির্বাচনে অসম থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কামাখ্যাপ্রসাদ তাসা। কিছু দিন ধরে কত নাম নিয়েই না জল্পনা-কল্পনা চলে। একসময় রামবিলাস পাশোয়ানের নামও শোনা গিয়েছিল। সোমবার বিজেপির নির্বাচন কমিটির বৈঠকে অবশ্য কামাখ্যাপ্রসাদ তাসার নাম চূড়ান্ত হয়। একটি আসন জোটের শরিক অগপকে আগেই ছেড়ে দেওয়া হয়েছে।
লোকসভা নির্বাচনে চূড়ান্ত পর্যুদস্ত হওয়ার পর কংগ্রেস অসমের এই নির্বাচনে প্রার্থী না দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে। ফলে অগপ-বিজেপি জোটের দুই প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা।