Barak UpdatesHappeningsBreaking News

জিরিঘাটের গ্রামে ঘর থেকে ডেকে বের করে গুলি, আত্মসমর্পণকারী জঙ্গির মৃত্যু

ওয়েটুবরাক, ১১ জানুয়ারিঃ লক্ষীপুর মহকুমার চামটিলায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারালেন এক আত্মসমর্পণকারী জঙ্গি৷ ডেভিড রংমাই নামে ৩৫ বছরের ওই যুবক নাগা ন্যাশনাল কাউন্সিলের ক্যাডার ছিলেন৷ কিছুদিন আগেই আত্মসমর্পণ করে মূলস্রোতে ফিরে আসেন৷ সে থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়িতেই বাস করছিলেন৷ সোমবার রাতে তাকে ঘর থেকে ডেকে বের করে তিন দুষ্কৃতী৷ বন্দুক দেখিয়ে তাদের সঙ্গে যেতে বাধ্য করা হয়৷ টিলার ওপরে বাড়ি ডেভিডের৷ সেখান থেকে কিছুটা নীচে নেমেই পরপর দুই রাউন্ড গুলি ছোঁড়ে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ডেভিডের৷  পরিবারের সদস্যরা জিরিঘাট থানায় খবর দেন৷ মঙ্গলবার সকালে মণিপুর সীমা সংলগ্ন ওই গ্রামে ছুটে যান পুলিশ সুপার রমনদীপ কৌর, লক্ষীপুর মহকুমা পুলিশ অফিসার কুলপ্রদীপ ভট্টাচার্য সহ বিশাল পুলিশদল৷

কারা ডেভিডকে এ ভাবে ঘর থেকে ডেকে বের করে হত্যা করল, তা এখনও জানতে পারেননি তাঁরা৷ কৌর বললেন, সে সব জানতেই তদন্তে নেমেছেন তাঁরা৷

গত ১৪ ডিসেম্বর চামটিলা গ্রামেই অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে জখম হয়েছিলেন এক যুবক৷ সেই হামলা এবং ডেভিড খুন একই গোষ্ঠীর কাজ কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ৷ নাগা ন্যাশনাল কাউন্সিলের সতীর্থরাও সন্দেহের বাইরে নয় বলে জানিয়েছেন পুলিশেরই এক সূত্র৷

বন্দুক নিয়ে পরপর হানার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে৷ এলাকার মহিলারা এ দিন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান৷ পুলিশের কাছে এলাকার নিরাপত্তা এবং ডেভিড খুনের বিচার চান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker