Barak UpdatesHappeningsBreaking News

কল্যাণী হাসপাতালে সেইলের অনুদানে সোনোগ্রাফি ও এন্ডোস্কোপি চালু

ওয়েটুবরাক, ১৫ সেপ্টেম্বর: সুন্দরীমোহন সেবা ভবনে (কল্যাণী হাসপাতালে) স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের অনুদানে সোনোগ্রাফি ও এন্ডোস্কোপি ইউনিটের উদ্বোধন হলো। রবিবার সকাল ১১টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের (সেইল) সঞ্চালক  কানহাইয়া সারদা, সমাজ সেবক গৌরাঙ্গ রায়, হাসপাতালের সঞ্চালক ডাঃ কুমার কান্তি (লক্ষণ) দাস, সুন্দরী মোহন মেমোরিয়েল ট্রাস্টের সভাপতি প্রিয়ব্রত ধর ও সদস্য ডাঃ দেবীদাস দত্ত। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ছত্রনারায়ণ দত্ত গুপ্ত মনোজ এবং  কল্যাণী দাম। প্রারম্ভিক বক্তব্যে ডাঃ শ্রীহনস সিপানি জন্মলগ্ন থেকে হাসপাতালের ইতিহাস সংক্ষেপে ব্যক্ত করেন। তাঁর বক্তব্যে ডাঃ সুন্দরীমোহন দাস থেকে শুরু করে ডাঃ কল্যাণী দাসের উদ্যোগে এই হাসপাতালের সূচনা এবং পরবর্তীতে ডাঃ কুমার কান্তি দাস ও সহযোগী ডাক্তার ও সহকর্মীদের অবদানে কিভাবে এই হাসপাতাল আজ মহীরুহে পরিণত তা উঠে আসে। একে একে বক্তব্য রাখেন প্রিয়ব্রত ধর, ডাঃ দেবীদাস দত্ত, গৌরাঙ্গ রায়, কানহাইয়া সারদা প্রমুখ। প্রত্যেক বক্তাই ডাঃ কল্যাণী দাসের হাসপাতাল স্থাপনার এই মহান উদ্যোগকে সাধুবাদ জানান এবং হাসপাতালের সঙ্গে যুক্ত সকলের অবদানে গরীবের ভরসা এই হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন। ডাঃ কুমার কান্তি দাসের নিঃস্বার্থ নিরলস সেবার কথা প্রত্যেকের বক্তব্যেই উঠে আসে। কানহাইয়া সারদা সেইলের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, সোনোগ্রাফি ও এন্ডোস্কোপিতে অনেক গরীব রোগী উপকৃত হবেন। দুপুর ১২টায় ফিতা কেটে সোনোগ্রাফি ও এন্ডোস্কোপি কক্ষের উদ্বোধন করেন কাছাড়ের জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা৷ হাসপাতালের সঞ্চালক ডাঃ কুমার কান্তি দাস তাঁর সংক্ষিপ্ত ভাষণে উপস্থিত সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন৷ তিনি জানান, সেইলের কাছ থেকে ৬০ লক্ষ টাকার অনুদান পেয়েই এই সোনোগ্রাফি ও এন্ডোস্কোপি মেশিনের ব্যবস্থা করা হয়েছে৷

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ডাঃ প্রবীর চক্রবর্তী, ট্রাস্ট সদস্য পীযূষ চক্রবর্তী, বরিষ্ঠ সাংবাদিক  তমোজিৎ ভট্টাচার্য, শতানন্দ ভট্টাচার্য, শঙ্করী চৌধুরী, নূরুল হুদা, উত্তম সরকার প্রমুখ সহ ডাঃ দীপঙ্কর দেব, ডাঃ পিনাকপাণি দত্ত, ডাঃ সৌমিত্র দেব, ডাঃ দীপায়ন সাহা, ডাঃ রেহান মজুমদার,  জয় কুমার বরদিয়া, শ্লিসি সারদা, অশোক মারুতি, অমিত বরদিয়া, প্রমোদ শর্মা, মনোজ সোনায়ত, পিনাক চক্রবর্তী, দীলু দাস, শুভকরণ সিপানি ছাড়াও বিভিন্ন সংস্থার সদস্য ও এতদঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সূচারুরূপে পরিচালনার জন্য হাসপাতালের পক্ষ থেকে জয়শ্রী দাস, নবারুণ সাহা, স্মৃতিকণা পাল, রাই আচার্য, অলকানন্দা সেন, সুমঙ্গল দাস, পিনাক দাস, প্রশান্ত ভট্টাচার্য, ভাগ্য দাস, রঞ্জিৎ দাস, উত্তম মুন্ডা, সংহিতা দাস, মোনালী ভট্টাচার্য, বিমল দাস, কাজল ঘোষ, অঞ্জনা ভট্টাচার্য, নিহার দাস, ননী দাস, সুবোধ ঘোষ, যোগল দেব, বাবলি দেব, দোলা দাস, চন্দ্রধর দাস, জয়ন্ত কলিতা প্রমুখ সক্রিয় ছিলেন। অনুষ্ঠান পরিচালনা ও সহযোগিতায় ছিলেন রূপক চক্রবর্তী৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker