Barak UpdatesHappenings

কাছাড়ের নতুন ১০ পজিটিভের সবাই এসেছেন পুনে থেকে
All 10 +ve patients in Cachar came from Pune

২৯ মেঃ কাছাড়ে সর্বশেষ যে দশ ব্যক্তির দেহে করোনার সংক্রমণ নিশ্চিত হয়েছে, এরা সবাই পুনে থেকে এসেছেন। তাদের তিনজনকে শহরের এক মাদ্রাসায় কোয়রান্টাইন করা হয়েছিল। এরা হলেন ২০ বছরের ফরিজুল আহমেদ, ২৭ বছরের সাদ্দাম হোসেন এবং ২৫ বছরের দিলোয়ার হোসেন।  তিনজনেরই বাড়ি কাটিগড়ায়। তাদের এখন শিলচর মেডিক্যাল কলেজে আনা হচ্ছে। ভর্তি করা হবে কোভিড ওয়ার্ডে।

Rananuj

বাকি সাতজনের পাঁচজনই শহরের এক হোটেলে রয়েছেন।  তাদের মেডিক্যালে নিয়ে যাওয়ার তোড়জোর চলছে।  এরা হলেন সাজন সিং ছেত্রী (২৬), মকবুল হোসেল কাদিন (৩৯), সুলতানা বেগম কাদিন (৩৫), শাহজাহান কাদিন (১৯) ও পরম সিং (২৩)।  বড়খলার এক কলেজ কোয়রান্টাইন সেন্টারে করোনা আক্রান্ত বলে নিশ্চিত হয়েছে ওয়াটার ওয়ার্কস রোডের দেড় বছরের শিশু দানিশ আহমেদ লস্কর।  অন্যজন ২৪ বছরের সুলতান হোসেনের বাড়ি নতুন পাড়া চতুর্থ খণ্ডে।  কাদিন পরিবারের তিনজন কালাইন লক্ষীপুরের বাসিন্দা। মকবুল হোসেনও একই এলাকার। পরম সিং ও  সাজন সিংয়ের বাড়ি চান্দুয়া দ্বিতীয় খণ্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker