India & World UpdatesBreaking News
জয় শ্রীরাম ধর্মীয় স্লোগান, রাজনীতির নয়, ফেসবুকে মমতা”Joy Sri Ram” is a religious slogan, not a political one: Mamata
২ জুনঃ জয় শ্রীরাম স্লোগান রীতিমত তাড়া করে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি কর্মীরা যেমন তাকে দেখলেই এই স্লোগান দিচ্ছেন, জয় শ্রীরাম লিখে তাঁর ঠিকানায় লাখে-লাখে পোস্টকার্ড পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে, তেমনি তিনি নিজেও এর বিরোধিতায় সরব হয়ে উঠেছেন। কখনও গাড়ি থেকে নেমে শাসাচ্ছেন, কখনও স্লোগান নিষিদ্ধ করার কথা ভাবছেন, আর রবিবার ফেসবুকে লিখলেন জয় শ্রীরামের বিরোধিতা করে।
তাঁর কথায়, বিজেপি যে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, তা রাজনীতির নয়। জোর করে রাজনীতির সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মের স্লোগানকে রাজনীতিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে মমতা আরও লেখেন, সাধারণ মানুষকে জানাতে চাই, বিজেপি সমর্থকরা ঘৃণার মতাদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। বিজেপি প্রভাবিত সংবাদমাধ্যম মারফত, ভুয়ো ভিডিয়ো, ভুয়ো খবর তৈরি করা হচ্ছে। বিভ্রান্তি তৈরি চেষ্টা চলছে। সত্য এবং বাস্তবটাকে চাপা দিতে চাইছে তারা।
রাজনৈতিক দলগুলির স্লোগান নিয়ে তাঁর কোনও আপত্তি নেই, বরং সকলকে শ্রদ্ধা করেন বলেও জানান তৃণমূল নেত্রী। মমতা লেখেন, ‘‘সব দলের নিজের নিজের স্লোগান রয়েছে। আমাদের যেমন জয় হিন্দ, বন্দে মাতরম। বামেদের রয়েছে ইনকিলাব জিন্দাবাদ। আমরা একে অপরকে শ্রদ্ধা করি।
কিন্তু জয় শ্রীরাম, জয় রামজি কি, রাম নাম সত্য হ্যা এই স্লোগানগুলি ধর্মীয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এ গুলির সঙ্গে মানুষের আবেগ জড়িত। একে আমিও সম্মান করি। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধর্মের স্লোগানকে দলের স্লোগান হিসাবে ব্যবহার করছে বিজেপি। জোর করে রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে দিচ্ছে। একে আমরা সম্মান করি না।’
বিজেপি বাংলায় ঘৃণা ও হিংসার বাতাবরণ তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজোট হয়ে তাদের বিরোধিতা করার ডাক দেন। এ ভাবে খুব বেশিদিন বাংলার মানুষকে বোকা বানানো যাবে না বলেও গেরুয়া শিবিরের বিরুদ্ধে ফেসবুকে তোপ দাগেন তিনি।