Barak UpdatesHappeningsBreaking News

সাংবাদিকরা জোটবদ্ধ, জামিনে মুক্ত অনির্বাণ
Journalists exhibit unity, Anirban released on PR bond

ওয়েটুবরাক, ৬ ডিসেম্বর : বরাক উপত্যকা জুড়ে সাংবাদিকরা প্রতিবাদে গর্জে ওঠায় ব্যক্তিগত জামিনে ছাড়া পেলেন সাংবাদিক অনির্বাণ রায়চৌধুরী৷ রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করে আজ সোমবার তাঁকে শিলচর সদর থানায় হাজির হওয়ার জন্য সমন পাঠিয়েছিল পুলিশ৷ এ দিন অনির্বাণের সঙ্গে থানায় যান জনাপঞ্চাশেক সংবাদকর্মী৷ শিলচরের ওসি ডিকে বরা ও মামলার তদন্তকারী অফিসার আতিকুর রহমান তাঁকে জিজ্ঞাসাবাদ করে৷

অনির্বাণ তাঁর অবস্থানে অনড় থাকেন৷ স্পষ্ট জানান, তিনি সাংবাদিকদের অধিকার সম্পর্কে সচেতন রয়েছেন৷ একই ভাবে তাঁদের সীমাবদ্ধতাটাও জানেন৷ প্রদীপ দত্তরায়কে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতারের পর তিনি যে সম্পাদকীয়টি লিখেছিলেন  ওই সব মাথায় রেখেই লিখেছিলেন৷ তাই তিনি ওই সম্পাদকীয় নিয়ে নিজের অবস্থানে অনড় থাকেন৷ জিজ্ঞাসাবাদের পরে তাঁকে পিআর বন্ডে মুক্তি দেয় পুলিশ৷

সাংবাদিকরা দাবি তোলেন, শুধু জামিন নয়, অনির্বাণের ওপর থেকে রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রত্যাহার করতে হবে৷ এই দাবিতে রবিবার তাঁরা মুখ্যমন্ত্রীর কাছেও স্মারকলিপি  পাঠিয়েছিলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker