NE UpdatesHappeningsBreaking News
সাফাই কর্মীর পরিবারের সঙ্গে প্রীতিভোজে অংশ নিলেন মুখ্যমন্ত্রী
গুয়াহাটি, ৪ জানুয়ারি : কথা রাখলেন মুখ্যমন্ত্রী। গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে ‘আলোকের যাত্রা’ নামের এক বিশেষ অনুষ্ঠানে সাফাই কর্মীদের পরিবারের সন্তানদের সঙ্গে ভাব বিনিময় করলেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগে ভরলুতে এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রায় ৫০০ শিশু ভোরতাল নৃত্যের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান উপহার দেয়। সেখানেই মুখ্যমন্ত্রী এই শিশুদের সঙ্গে একদিন ভাব বিনিময় করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সেই প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার সাফাই কর্মীর পরিবারের শিশুদের সঙ্গে ভাব বিনিময় করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের শেষে তিনি তাদের সঙ্গে এক প্রীতিভোজে অংশ নেন। এ দিন মুখ্যমন্ত্রী ফের ঘোষণা করেন, রাজ্য সরকার সাফাই কর্মীদের জন্য একটি কমিশন গঠন করবে। তাছাড়া সাফাই কর্মীদের উন্নয়নের জন্য রাজ্য সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দ করবে। এই কমিশনের মাধ্যমে সাফাই কর্মীদের শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি সবক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত হবে। এ বছর বাজেটে রাজ্য সরকার এই অর্থ মঞ্জুর করবে।