Barak UpdatesBreaking News
যৌথ কমিটি গড়ে কাগজ কল বাঁচানোর ডাকJoint Committee formed for revival of paper mill
৮ মে : কাছাড় কাগজ কলকে বাঁচাতে এ বার মাঠে নামলেন বেশ কয়েকজন নাগরিক। শুধু ব্যক্তি বিশেষ নয়, এগিয়ে এসেছে কয়েকটি সংগঠনও। বুধবার এ নিয়ে শিলচর মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে কাছাড় কাগজ কল বাঁচাও যৌথ কমিটি এক বৈঠকে বসে। বৈঠকে বক্তারা বলেন, সরকার কাগজ কলকে দেউলিয়া ঘোষণা করেছে। এ বার যে কোনও উপায়ে বরাকের একমাত্র এই শিল্প প্রতিষ্ঠানকে পুনরুদ্ধার করতে হবে।
বক্তারা বলেন, আগামী ২৩ মে লোকসভা নির্বাচনের গণনা শেষে নতুন সরকার আসবে। যে রাজনৈতিক দলের সরকারই আসুক, তাদের কাছে নতুনভাবে এটিকে বাঁচানোর আর্জি জানানো হবে। তারা বলেন, এই কাগজ কলের সঙ্গে ৪টি রাজ্যের মানুষ যুক্ত রয়েছেন। ইতিমধ্যেই এই কাগজ কলের ৫৬ জন কর্মী প্রাণ হারানোয় তারা দুঃখ প্রকাশ করেন। তাছাড়া বর্তমানে ৯০ জন কর্মী চাকরি থেকে অবসর গ্রহণ করছেন। এই অবস্থায় যে কোনও মুল্যে এটিকে বাঁচানোর জন্য পদক্ষেপ গ্রহণ করার ওপর বক্তারা জোর দেন।
এমনকি আগামী কিছুদিনের মধ্যে আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়েও অনেকে উল্লেখ করেন। এদিন কাগজ কলের কর্মীরা ছাড়াও শ্রমিক নেতা সুপ্রিয় ভট্টাচার্য, রফিক আহমেদ, চূণীলাল ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।