India & World UpdatesHappeningsBreaking News
ট্রাম্প পরাস্ত, জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিতJoe Biden wins US Presidential election
৭ নভেম্বরঃ ডোনাল্ড ট্রাম্পকে পরাস্ত করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন জো বাইডেন। পেনসিলভেনিয়ায় নিজের সংখ্যাগরিষ্ঠতার পরই ২৭০-এর ম্যাজিক ফিগার পেরিয়ে যান তিনি। উইসকনসিন, মিচিগান, আরিজোনা-তেও তিনি ট্রাম্প থেকে বেশি ভোট পান। ওই তিন প্রদেশ ২০১৬-র ভোটে ট্রাম্পের দখলে ছিল। প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট বাইডেন শুধু জিতেই যাননি, ভোটপ্রাপ্তির রেকর্ড গড়েছেন। এর আগে বারাক ওবামা সর্বাধিক ৬ কোটি ৯৫ লক্ষ ভোট পেয়েছিলেন।
বাইডেন ওই রেকর্ড গুঁড়িয়ে দিয়ে দেন, পান ৭ কোটি ৩০ লক্ষ ভোট। ট্রাম্প ৭ কোটিও ছুঁতে পারেননি। হেরে গিয়ে ট্রাম্প বলেন, তারা ভোট চুরি করে জিতে গেল। পর্যবেক্ষকরা বলছেন, আসলে করোনাভাইরাসকে হালকাভাবে নিতে গিয়েই হেরে গেলেন তিনি। ভোটাররা তাঁর এই ব্যাপারটাকে মেনে নিতে পারেননি। নিয়মিত মাস্ক পরার জন্য বাইডেনকে তিনি তিরস্কার করেছিলেন। পরে নিজেই করোনায় আক্রান্ত হন। ৭৮ বছর বয়সী বাইডেনই সবচেয়ে বেশি বয়সে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।