India & World UpdatesHappeningsBreaking News
জেএনইউতে মুখোশ পরে হামলা, জখম বহুJNU: Armed masked mob attack students & teachers, vandalise hostels
বিশ্ববিদ্যালয়ের এনশিক্ষক অতুল সুদ বলেন, কারা হামলা করেছে, তাঁদের চিনতে পারেননি। তবে হাতে লাঠি-পাথর নিয়ে একের পর এক হস্টেলে ঢুকে ভাঙচুর চালিয়েছে ওরা। ওদের হাতে বড় বড় পাথর ছিল, যাতে আমাদের অনেকেরই মাথা ফেটে যেতে পারত। এক বার আমি পড়ে যাই। এর পর যখন বাইরে বার হই, দেখলাম আমার গাড়িতে ভাঙচুর চালিয়েছে ওরা।
হামলায় জেএনইউ ক্যাম্পাসে প়ড়ুয়াদের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রমোদ কুমার ক্যাম্পাসে শান্তি বজায় রাখার পাশাপাশি সতর্ক থাকার বার্তা দিয়েছেন। এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘‘ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সমস্ত জেএনইউ সম্প্রদায়ের প্রতি এই বার্তা। মুখোশধারী দুষ্কৃতীরা লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভাঙচুর ও হামলা চালাচ্ছে। জেএনইউ কর্তৃপক্ষ পুলিশ ডেকেছেন। এই সময়ে শান্তি বজায় রাখার পাশাপাশি সতর্ক থাকাটা জরুরি। দুষ্কৃতীদের ধরার জন্য প্রচেষ্টা শুরু হয়েছে।’’ দিল্লির লেফটেনান্ট গভর্নর অনিল বাইজল পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন৷ দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ দ্রুত গোটা ঘটনার রিপোর্ট দিতে বলেছেন তাকে৷
জেএনইউ হামলায় হতবাক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, পুলিশের উচিত অবিলম্বে হিংসা থামিয়ে শান্তি ফিরিয়ে আনা৷