NE UpdatesHappeningsBreaking News

জেহাদি যোগ : সাজুর বিরুদ্ধে তদন্ত দরকার, বললেন সিংহল
Jihadi link! Investigation to be done against AIUDF MLA Karimuddin: Ashok Singhal

ওয়েটুবরাক, ৫ আগস্ট : দুই এআইইউডিএফ বিধায়ককে জেহাদি সমর্থক বলায় মন্ত্রী পীযূষ হাজরিকা ও জয়ন্ত মল্ল বরুয়াকে ক্ষমা চাইতে বলেছিলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া ওরফে সাজু৷ শুক্রবার সাংবাদিকরা প্রসঙ্গটি উত্থাপন করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী তথা রাজ্যের নগরোন্নয়ন, আবাসন ও সেচ মন্ত্রী অশোক সিংহল৷ বলেন, , “তাঁর জেহাদি যোগ রয়েছে কিনা সেটাই তদন্ত করে দেখা দরকার৷” সাজুর সময় বেঁধে দেওয়াকে তাচ্ছিল্যের ঢঙে বলেন, “তিনি কি স্বর্গ থেকে পড়েছেন নাকি যে, তাঁর কথায় মন্ত্রীদের ক্ষমা চাইতে হবে? তিনি সময় বেঁধে দেওয়ার সাহস পান কী করে?”

সোনাইর এআইইউডিএফ বিধায়ক তথা দলের সাধারণ সম্পাদক করিমউদ্দিন বড়ভুইয়ার জেহাদি যোগ রয়েছে কিনা, মন্ত্রী সিংহলের এমন সন্দেহ প্রকাশ বিতর্কটিকে নতুন মাত্রা এনে দিয়েছে বলেই অনুমান করা হচ্ছে৷

বিতর্কটা শুরু হয়েছিল জেহাদি অভিযোগে মাদ্রাসা শিক্ষক সহ বেশ কয়েকজনকে গ্রেফতারের পর ইউডিএফের দুই বিধায়ক আমিনুল ইসলাম ও রফিকুল ইসলামের অসন্তোষ প্রকাশকে কেন্দ্র করে৷ তাঁদের কথায়, মূল্যবৃদ্ধি সহ নানা সমস্যা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখতেই জেহাদি আওয়াজ তোলা হচ্ছে৷ কিছু নিরীহ যুবককে জেলে পোরা হচ্ছে৷ তাঁদের এই মন্তব্যেই ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন পীযূষ হাজরিকা৷ দুই বিধায়ককে জেহাদি সমর্থক বলে দেগে দিয়েছিলেন৷ জনসংযোগ মন্ত্রী হাজরিকার এমন মন্তব্য সমর্থন করেছিলেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া৷ এরই প্রতিবাদে সরব হন বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া৷  দুইমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে হুঁশিয়ারি দেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker