CultureBreaking News
গুয়াহাটি ফ্যাশন শো থেকে পুরস্কার ছিনিয়ে আনল ঝংকা ঘোষ
Jhonka Ghosh from Silchar got awarded in Guwahati Fashion Show

শহরের হাসপাতাল রোডের ময়না মিয়া লেনে রবিবার এক সাংবাদিক বৈঠক ডেকে এই সাফল্যের ব্যাপারে জানান ঝংকা ঘোষের গ্রোমার সঙ্গীতা চৌধুরী। প্রসঙ্গত, শিলচরের মেয়ে সঙ্গীতা হলেন ‘মিসেস ট্যুরিজম অ্যাম্বেসেডর ফিলিপিনস ২০১৮-১৯’। সঙ্গীতা আরও জানান, নিজের স্বীকৃতির পর এতদঞ্চলের ছেলে-মেয়ের ফ্যাশন প্রতিভার বিকাশ চেয়েছিলেন। ইতিমধ্যে তার বাস্তব প্রতিফলন সবার চোখের সামনে রয়েছে। ফ্যাশনের দুনিয়ায় বরাকের ছোট-বড় মডেলরাও প্রশংসা কুড়াচ্ছেন। ঝংকা, রিতিকারা এর উজ্জ্বল দৃষ্টান্ত। আন্তর্জাতিক মঞ্চ ঝংকার জন্য অপেক্ষা করছে। এক্ষেত্রে সঠিক অনুশীলন আর প্রস্তুতিই সফলতা এনে দিতে পারে, বলে মন্তব্য করেন সঙ্গীতা।
কথা বলেন ঝংকাও। জানান, তাঁর প্যাশন হচ্ছে ফ্যাশন ওয়াক। দেবব্রত ভট্টাচার্য ও রূপশ্রী নাথের কাছে নৃত্যশিক্ষার পাশপাশি রেম্পে নিজেকে পাকাপোক্ত করতে আলাদা প্রশিক্ষণ নিয়েছেন। অনুপ্রেরণা পেয়েছেন সঙ্গীতা চৌধুরীর কাছে। নিজের দুটি ড্যান্স স্কুল সহ মেয়েদের ফিটনেস হাবের ব্যাপারেও জানান দেন ঝংকা।