CultureBreaking News

গুয়াহাটি ফ্যাশন শো থেকে পুরস্কার ছিনিয়ে আনল ঝংকা ঘোষ
Jhonka Ghosh from Silchar got awarded in Guwahati Fashion Show

২৭ জানুয়ারিঃ ফ্যাশন শো-তে প্রতিভার চমক দেখালেন শিলচরের ঝংকা ঘোষ। গুয়াহাটির ডি এস ক্রিয়েশনের উদ্যোগে ১১ জানুয়ারি হয় এই ফ্যাশন ওয়াক। ঝংকা ছাড়াও ছোট বিভাগে দীপঙ্কর মল্লিক, বৈশালী দত্ত, বিপাশা দত্ত, রিতিকা সরকার, সায়ন্তিকা রায় অংশ নেয়। এতে  ঝংকার  ছাত্রী সায়ন্তিকা ও রিতিকার ঝুলিতে আসে ‘মিস পপুলার’ সাব টাইটাল। তাছাড়া, বাকি খুদে মডেলরাও রেম্পে নজর কাড়েন। এদিকে, সব্বাইকে বাজিমাত দিয়ে ‘মিস ইন্ডিয়া ন্যাশনাল মোস্ট ট্যালেন্টেড’ অ্যাওয়ার্ড ছিনিয়ে নেন সোনাই রোডের ঝংকা। এতেই শেষ হয়নি ‘বেস্ট পানচুয়েলিটি’, ‘মিস পপুলার’, ‘ সহ বেস্ট পার্সনেলিটি’ এই তিনটা সাব-টাইটেল খেতাবও জিতে নেন।

Rananuj

শহরের হাসপাতাল রোডের ময়না মিয়া লেনে রবিবার এক সাংবাদিক বৈঠক ডেকে এই সাফল্যের ব্যাপারে জানান ঝংকা ঘোষের গ্রোমার সঙ্গীতা চৌধুরী। প্রসঙ্গত, শিলচরের মেয়ে সঙ্গীতা  হলেন ‘মিসেস ট্যুরিজম অ্যাম্বেসেডর  ফিলিপিনস ২০১৮-১৯’। সঙ্গীতা আরও জানান, নিজের স্বীকৃতির পর এতদঞ্চলের ছেলে-মেয়ের ফ্যাশন প্রতিভার বিকাশ চেয়েছিলেন। ইতিমধ্যে তার বাস্তব প্রতিফলন সবার চোখের সামনে রয়েছে। ফ্যাশনের দুনিয়ায় বরাকের ছোট-বড় মডেলরাও প্রশংসা কুড়াচ্ছেন। ঝংকা, রিতিকারা এর উজ্জ্বল দৃষ্টান্ত। আন্তর্জাতিক মঞ্চ ঝংকার জন্য অপেক্ষা করছে। এক্ষেত্রে সঠিক অনুশীলন আর  প্রস্তুতিই সফলতা এনে দিতে পারে, বলে মন্তব্য করেন সঙ্গীতা।

কথা বলেন ঝংকাও। জানান, তাঁর প্যাশন হচ্ছে ফ্যাশন ওয়াক। দেবব্রত ভট্টাচার্য ও রূপশ্রী নাথের কাছে নৃত্যশিক্ষার পাশপাশি রেম্পে নিজেকে পাকাপোক্ত করতে আলাদা প্রশিক্ষণ নিয়েছেন। অনুপ্রেরণা পেয়েছেন সঙ্গীতা চৌধুরীর কাছে। নিজের দুটি ড্যান্স স্কুল সহ মেয়েদের ফিটনেস হাবের ব্যাপারেও জানান দেন ঝংকা।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker