NE UpdatesBarak UpdatesBreaking News
Jeebanrekha Express arrives in Dhubriচিকিৎসক দল নিয়ে হাজির জীবনরেখা এক্সপ্রেস
১৪ জানুয়ারি : বিনামূল্যে চিকিৎসা সেবার সুবিধা ও অভিজ্ঞ চিকিতসকের একটি দল সহ ধুবড়িতে এসে পৌঁছেছে জীবনরেখা এক্সপ্রেস বা লাইফলাইন এক্সপ্রেস। ১১ জানুয়ারি থেকে এই বিশেষ ট্রেনটি গৌরীপুর রেলস্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আগামী ১৮ জানুয়ারি এর শুভ উদ্বোধন করা হবে। এরপর ট্রেনটি ২১ ধরে জনগণকে চিকিৎসা সেবা প্রদান করবে ট্রেনটি দিয়ে আসা অভিজ্ঞ চিকিতসকের দলটি।
সংশ্লিষ্ট আধিকারিক জানান, এই ট্রেনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করে ওষুধ দেওয়া হবে। এই চিকিৎসক দলে অস্থিরোগ বিশেষজ্ঞ যেমন রয়েছেন, তেমনি চোখ, কান, দাঁত, চেরা ঠোঁট, পোলিও এবং ক্যান্সার রোগেরও চিকিৎসা করা হবে।
জীবনরেখা এক্সপ্রেস ১৯৯১ সালে শুরু হয়েছিল। এটি হল গোটা বিশ্বের মধ্যে প্রথম চিকিৎসা রেল। মূলত প্রান্তীয় অঞ্চলে থাকা মানুষের চিকিৎসা পরিষেবার জন্য এটি একটি সরকারি প্রকল্প। ইমপেক্ট ইন্ডিয়া ফাউন্ডেশন ও ভারতীয় রেলের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল।