Barak UpdatesHappeningsBreaking News
আসাম একাডেমি অব ম্যাথমেটিক্স কাছাড় জেলা কমিটি পুনর্গঠিত
ওয়েটুবরাক, ৭ নভেম্বর : গতকাল ৬ই নভেম্বর রবিবার শিলচর পলিটেকনিকে আসাম একাডেমী অব ম্যাথমেটিক্স কাছাড় জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয় । প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার শুভারম্ভ করেন সভার সভাপতি অপূর্ব কুমার নাথ। এর পরে চিরাচরিত প্রথা মেনে সাংগঠনিক সংগীত পরিবেশন করা হয়। জেলা সম্পাদক তথা গুরুচরণ কলেজের গণিত বিভাগের অধ্যাপক ডঃ দেবাশিস শর্মা সম্পাদকীয় প্রতিবেদন এবং সংগঠনের বিগত বছরগুলোর কাজকর্মের কথা লিখিতভাবে পেশ করেন । সেই সঙ্গে পেশ করা হয় কোষাধ্যক্ষের রিপোর্ট।
দীর্ঘসময় আলোচনা, সমালোচনা করার পর সর্বসম্মতিক্রমে সম্পাদকীয় ও কোষাধ্যক্ষের রিপোর্ট সভায় গৃহীত হয় এবং পরে সংগঠনের নতুন কমিটি সর্বসম্মতিক্রমে গঠিত হয়। সভাপতি অবসরপ্রাপ্ত গণিত শিক্ষক অপূর্ব কুমার নাথ, সহ সভাপতি পদে শিলচর এনআইটির গণিত বিভাগের অধ্যাপক ডঃ কেদার নাথ দাস এবং শিলচর কাছাড় কলেজের গণিত বিভাগের অধ্যাপক ডঃ অভিনয় পাল । জেলা সম্পাদক পদে আবারও নির্বাচিত হয়েছেন ডঃ দেবাশিস শর্মা এবং সহ সম্পাদক পদে রয়েছেন শিলচর রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের গণিত শিক্ষক মনোজিৎ পাল এবং এনআইটির গবেষক রাহুল পাল । কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সাংস্কৃতিক ও সামাজিক কর্মী সুব্রত রায়। শিক্ষা সম্বন্ধীয় সমন্বয়কারীর কমিটিতে আছেন শিলচর পলিটেকনিকের অধ্যাপক ডঃ সৌমিত্র নাথ, পালংঘাট ক্লাস্টারের সহকারী শিক্ষক তথা কেন্দ্র সমন্বয়ক প্রণয় পাল এবং করিমগঞ্জ পলিটেকনিকের গণিত বিভাগের অধ্যাপিকা ডঃ মৌমিতা দেব। কার্যবাহী সদস্যরা হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ডঃ নবেন্দু সেন, গণিত শিক্ষকবৃন্দ যথা বাপ্পা রায়, সোমাভ চক্রবর্তী, ডঃ হৃদি রঞ্জন দেব, প্রদ্যুৎ দেব, সুপ্রভা দত্ত এবং এনআইটির গবেষক বিজয়া বর্ধন।
প্রসঙ্গত, আসাম রাজ্যে গণিতের প্রচার ও প্রসারের লক্ষ্যে আসাম একাডেমি অব ম্যাথমেটিক্স তার জন্মলগ্ন থেকেই নিরলস ও নিঃস্বার্থভাবে কাজ করে আসছে। গত ৮ই সেপ্টেম্বর ২০১৯ সালে কাছাড় জেলায় এই সংগঠনের শাখা গঠিত হয় এবং সেই সময়কাল থেকেই কাছাড় জেলায় ছাত্রছাত্রীদের মধ্যে একমাত্র গণিতের প্রচার ও প্রসারের লক্ষ্যে ধারাবাহিকভাবে একাধিক কর্মসূচির আয়োজন করে আসছে। ফলে এই বরাক উপত্যকায় সাফল্যও এসেছে প্রচুর।