NE UpdatesHappeningsBreaking News
ভুয়ো প্রশ্নফাঁস কাণ্ডে ধৃত ৮ ছাত্র
ওয়েটুবরাক, ১৯ মার্চ : মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস নিয়ে আসাম সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ যখন জেরবার, শিক্ষামন্ত্রী রণোজ পেগুর পদত্যাগের দাবিতে রাজ্য সরগরম, সে সময় মাধ্যমিকের ভূগোলের প্রশ্নপত্র ফাঁস বলে সামাজিক মাধ্যমে গুজব রটাতে গিয়ে পুলিশের জেরার মুখে আট ছাত্র৷ নগাঁও জেলায় এক ছাত্রকে গ্রেফতার করে গুজবের উৎস হিসাবে একটি হোয়াটস অ্যাপ গ্রুপের সন্ধান পায় পুলিশ৷ ওই গ্রুপের সাত অ্যাডমিনকে রবিবার শিবসাগর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়৷ শিক্ষামন্ত্রী রণোজ পেগু জানান, ভূগোলের প্রশ্নপত্র ফাঁস হয়নি৷ ওই হোয়াটস গ্রুপে ফাঁস বলে যে প্রশ্নটি পোস্ট করা হয়েছে, সেটি ২০২২ সালের৷ এ বার মাধ্যমিকের দুটি বিষয়ের এবং উচ্চ মাধ্যমিকের একটি বিষয়ের প্রশ্ন ফাঁস হওয়ায় সেগুলি নতুন করে নেওয়া হবে৷ ওই সব প্রশ্নফাঁসে দুই শিক্ষক সহ ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে