Barak UpdatesHappeningsBreaking News

১৯ মে থেকে ব্লাড ডোনার্সের তিনদিনের আয়োজন, থাকবে সম্মাননা-রক্তদান

১৬ মে : ২০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। ১৯ মে সংগঠনের প্রতিষ্ঠা দিবস। এদিন থেকেই ২১ মে পর্যন্ত চলবে একাধিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন ফেডারেশন অব ব্লাড ডোনার অর্গানাইজেশনস অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল অপূর্ব ঘোষ। কলকাতা, দিল্লি, চেন্নাই, পণ্ডিচেরী, ওডিশা, মহারাষ্ট্র, ত্রিপুরা, মিজোরাম সহ অসমের বিভিন্ন জেলার প্রায় ৪০ জন প্রশিক্ষক ও প্রতিনিধিও উপস্থিত থাকবেন আয়োজনে। অনুষ্ঠান হবে শিলচর সার্কিট হাউস রোডের হাসিখুশি ভবনে। রবিবার শিলচরের এক হোটেলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ সম্পর্কে জানান সংগঠনের কর্মকর্তারা।

সংস্থার সাধারণ সম্পাদক করুণাময় পাল বলেন, ১৯ মে সকাল ৭-৩০ মিনিটে বাইক র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। সকাল ৯-৩০ মিনিটে  উত্তোলন করা হবে ফোরামের পতাকা। ৯-৪৫ মিনিটে অস্থায়ী শহিদ বেদীতে ভাষা শহিদদের শ্রদ্ধাঞ্জলি জানাবেন সংস্থার সদস্য সহ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা। সকাল ১০টায় থাকছে উপত্যকা ভিত্তিক রক্তদান শিবির। দুপুর ১২টায় থাকবে আমন্ত্রিত কয়েকজনকে সম্মাননা প্রদান অনুষ্ঠান। তিনি বলেন, এ দিন ফোরামের প্রতিষ্ঠা দিবস এবং ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে যারা রক্তদান করবেন তাদের শংসাপত্র দিয়ে সম্মান জানানো হবে। বিকাল ৪-৩০ মিনিট থেকে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

২০ মে সকাল ৯-১৫ মিনিট থেকে শুরু হবে স্বেচ্ছায় রক্তদান ও রক্ত বিজ্ঞান বিষয়ক উত্তর-পূর্বাঞ্চল ভিত্তিক জাতীয় স্তরের কর্মশালার পঞ্জিয়ন। এই কর্মশালার সহযোগিতায় রয়েছে ফেডারেশন অব ব্লাড ডোনার অর্গানাইজেশনস অব ইন্ডিয়া। সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন হবে।  বিকেল ৫-৩০ মিনিটে প্রথম দিনের কর্মশালার সমাপ্তি হবে। সন্ধ্যা ৫-৩০ মিনিটে থাকবে ফেডারেশন অব ব্লাড ডোনার অর্গানাইজেশন অব ইন্ডিয়ার গভর্নিং কমিটির মিটিং।

২১ মে কর্মশালা শুরু হবে সকাল ১০টায়। বিকেল ৪-৩০ মিনিট পর্যন্ত চলবে কর্মশালা। বিকেল ৫টা থেকে থাকবে সম্মাননা অনুষ্ঠান। এতে দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা প্রতিনিধি সহ বিভিন্ন অতিথিদের সম্মান জানানো হবে। করুণাবাবুর কথায়, রক্তদান আন্দোলনকে আরও গতিশীল করতে এবং ২০২৫ সালের মধ্যে ১০০ শতাংশ স্বেচ্ছা রক্তদান উৎসাহিত করতে এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে। যা বরাক উপত্যকার রক্তদান আন্দোলনে ভবিষ্যতের জন্য এক সুদুর প্রসারী প্রভাব ফেলতে পারে।

এদিন বিকাল ৫-৩০ মিনিট থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। এ দিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্থার পৃষ্ঠপোষক জয় বরদিয়া, অনুষ্ঠানের মুখ্য আহ্বায়ক সব্যসাচী রুদ্রগুপ্ত, বিভিন্ন সাব কমিটির আহ্বায়ক দেবব্রত পাল, সুজয় নাথ, সিক্তা পাল, প্রবাল কান্তি বণিক, রঞ্জিত কুমার মিশ্র প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker