NE UpdatesBarak UpdatesBreaking News

পৃথক তিপরাল্যান্ডের দাবি নিয়ে ফের সরব আইপিএফটি
IPFT once again in active mood with their demand of separate Tipraland

১২ নভেম্বর : বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের সহযোগী দল ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা সংক্ষেপে আইপিএফটি পৃথক তিপরাল্যান্ডের দাবিতে আগামী ২ ডিসেম্বর দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচি পালন করবে। দলের সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা এই কর্মসূচির কথা জানিয়ে বলেছেন, এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে আগামী ২৮ নভেম্বর দলের সমর্থক, কর্মী ও নেতারা দিল্লি রওনা দেবেন। এই প্রতিবাদী কর্মসূচিতে ৫০০ জন মানুষ অংশ নেবেন।

Rananuj

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আইপিএফটি ত্রিপুরা জনজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ সহ পৃথক তিপরাল্যান্ড রাজ্যের দাবি জানিয়ে আসছে। এ ব্যাপারে মঙ্গল দেববর্মা বলেন, কেন্দ্র সরকার যদি লাদাখকে রাজ্য হিসেবে ঘোষণা করতে পারে, তবে কেন তিপরাল্যান্ড ঘোষণা করতে পারবে না। তিনি আরও বলেন, কেন্দ্র সরকার যেভাবে জম্মু-কাশ্মীর থেকে লাদাখকে পৃথক করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে, ঠিক সেভাবেই তিপরাল্যান্ড গঠনের ক্ষেত্রে কেন্দ্র পদক্ষেপ নিতে পারে।

উল্লেখ্য, পৃথক তিপরাল্যান্ড গঠনের দাবিই হচ্ছে আইপিএফটি-র মূল স্লোগান। দল এজন্য বিগত বহু বছর ধরে বিভিন্ন ধরনের প্রতিবাদ কার্যসূচি গ্রহণ করে আসছে। এ দিকে, এ বছরের আগেই ত্রিপুরার জনজাতি মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে কেন্দ্র সরকার একটি উচ্চ স্তরের কমিটি গঠন করে দিয়েছিল। কিন্ত সমিতি আজ পর্যন্ত কোনও রিপোর্ট দাখিল না করায় এ নিয়ে সরব হয়েছে আইপিএফটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker