NE UpdatesIndia & World UpdatesBreaking News
Internet users asked to exercise restraintইন্টারনেট ব্যবহারে সংযমী হতে আর্জি
২৫ মার্চ: করোনা ঠেকাতে ২১ দিন লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। ঘরবন্দি মানুষ ফোনে ইন্টারনেটের ব্যবহার বাড়িয়ে দিয়েছেন। ডেটার ব্যবহার বেড়েছে প্রায় ৩০%। এই অবস্থায় যাতে জরুরি পরিষেবা ঠিক ভাবে বজায় রাখা যায়, সে জন্য ডেটা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের সংযমী হতে আর্জি জানিয়েছে টেলি সংস্থাগুলির সংগঠন সিওএআই।
ডিজি রাজন ম্যাথুজ বলেন, ‘‘প্রত্যন্ত এলাকায় পরিষেবা, ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা, অনলাইন শিক্ষা, আর্থিক লেনদেন-সহ অন্যান্য জরুরি পরিষেবা যাতে স্বাভাবিক রাখা যায়, সে জন্য ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের দায়িত্বশীল হওয়ার আর্জি জানাচ্ছি।’’