Barak UpdatesHappeningsBreaking News

অভিনব ! ই-সাইকেল তৈরি করলেন বরাকের পলিটেকনিক পড়ুয়া
Innovation: Anti-theft e-cycle designed by youth from Karimganj

ওয়েটুবরাক, ১২ এপ্রিল : ই-রিকশা, ই-বাইক, ই-স্কুটির পর এখন ই-সাইকেল৷ এই ই-সাইকেল তৈরি করেছেন করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরের বাসিন্দা সম্রাট নাথ‌৷ ১৯ বছরের যুবক এই নতুন রাইডিং আবিষ্কার করে জানান, ছোটবেলায় তিনি বাইক চুরির খবর শুনতেন৷ শোনেন, সাইকেল চুরি হচ্ছে। বিষয়টি তাকে ভাবাচ্ছিল৷ ওই ভাবনা থেকেই শেষ পর্যন্ত তিনি একটি অভিনব ই-সাইকেল তৈরি করেছেন। এটি তিন ঘন্টা সম্পূর্ণ চার্জের প্রয়োজন এবং পরে ৬০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

Rananuj

এর বৈশিষ্ট্য সম্পর্কে সম্রাট আরও জানান, তিনি এই স্মার্ট সাইকেলটি তার মোবাইলের সঙ্গে সংযুক্ত করেছেন৷ মোবাইলেই তিনি স্মার্ট সাইকেলটি লক এবং আনলক করেন। এছাড়া তিনি চাবির ব্যবহার ছাড়াই বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের সাহায্যে এর ইগনিশন চালু এবং বন্ধ করেন ।

এই ই-সাইকেলে সম্রাট এমন একটি মেকানিজম ইন্সটল করেছেন যাতে কেউ স্মার্ট সাইকেল চুরি করলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম শুরু হয়ে যাবে এবং কেউ যদি তার কাছ থেকে কেড়েও নেয় তাহলে তিনি তার মোবাইলে লোকেশন ট্র্যাক করতে পারেন। সম্রাট জানান, এই স্মার্ট সাইকেলটি তৈরি করতে ২৫ হাজার টাকা খরচ হয়েছে।

তাঁর পরবর্তী কাজকর্ম সম্পর্কে সম্রাট বলেন, তিনি এখন এমন একটি ডিভাইসে কাজ করছেন, যা মূক-বধিরদের প্রভূত সাহায্য করবে৷ ডিভাইসটি আঙ্গুল দিয়ে নাড়াচড়ার মাধ্যমে তাদের চিন্তা প্রকাশ করতে সাহায্য করবে৷ এটি ৩-৪ মাসের মধ্যে প্রস্তুত করতে পারবেন বলে তিনি আশা করছেন।

সম্রাট এখন শিলচরে আসাম রাইফেলস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অধ্যয়ন করছেন। তাঁর স্বপ্ন, ভবিষ্যতে একটি কোম্পানির মালিক হবেন৷ সেখানে তিনি তার ধারণা এবং উদ্ভাবনগুলিকে রূপ দেবেন, যা সমাজের মানুষকে সাহায্য করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker