Barak UpdatesHappeningsBreaking News

থিয়েটারে সিসিআরটি স্কলারশিপ পেলেন সায়ন্তনী

ওয়েটুবরাক, ১২ জুলাই : কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং ( সিসিআরটি ) স্কলারশিপ এই অঞ্চলে অনেকেই পেয়েছেন৷ অধিকাংশই সঙ্গীত বা নৃত্যে৷ এ বার থিয়েটারে সিসিআরটি স্কলারশিপের জন্য মনোনীত হলেন শিলচরের কন্যা সায়ন্তনী পাল (মিঠি)৷  সংস্কৃতি মন্ত্রকের তালিকায় অন্য বছরের মতো এ বারও থিয়েটারে স্কলারশিপ পাচ্ছে সারা দেশের একেবারে হাতেগোণা কয়েকজন৷

সায়ন্তনী ওরফে মিঠির নাটক শেখা শিশুকাল থেকে৷ বাবা ভাবীকালের নির্দেশক শান্তনু পাল ওয়ার্কশপের মাধ্যমে প্রতি বছর নাট্যমেধা খুঁজে বেড়ান৷ মিঠীও ওই ধরনের ওয়ার্কশপেরই সফল ফসল৷ শান্তনু লাইফ ইনস্যুরেন্স করপোরেশনে চাকরি করলেও দিনের বাকি সময়টা নাটক নিয়েই পড়ে থাকেন৷ মা দোলনচাপা দাস পালও চাকরিরতা বটে কিন্তু তাঁর বড় পরিচয় কবি, নাট্যপ্রেমী ৷

শান্তনু-দোলন কন্যা এখন পর্যন্ত ১৬টি নাটকে অভিনয় করেছে, নাট্য পরিচালনা করেছে ৪টি। বর্তমানে ইউনিভার্সিটি অফ মুম্বাইয়ের অ্যাকাডেমি অফ থিয়েটার আর্টসে নাটক নিয়ে এমএ করছে। সে রবীন্দ্রসঙ্গীত, লোকনৃত্য এবং উচ্চাঙ্গ সঙ্গীতেও বিশারদ৷

তাঁর সিসিআরটি স্কলারশিপে এই অঞ্চলের নাট্যমহল অত্যন্ত খুশি৷ তাঁদের আশা, মিঠীর হাত ধরে আগামী দিনে আরও বহু নাট্যপ্রতিভা নিজেদের মেলে ধরার সুযোগ পাবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker