NE UpdatesHappeningsBreaking News

আসামের চার জেলায় আফস্পা প্রত্যাহার

ওয়েটুবরাক, ১ অক্টোবর : আসামে চার জেলা থেকে আফস্পা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।  সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন মুক্ত হল কার্বি আংলং, ডিমা হাসাও, যোরহাট এবং গোলাঘাট ৷ একই নির্দেশে শিবসাগর, চরাইদেও, ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলায় আরও ছয় মাসের জন্য বিশেষ আইন বলবৎ করা হয়েছে৷ আসামে এখন শুধু এই চার জেলাতেই আফস্পা কার্যকর রইল৷

Rananuj

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগেই বলেছিলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দরুন পর্যায়ক্রমে আফস্পা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রবিবার পুলিশ দিবসের অনুষ্ঠানে একই কথার অনুরণন শোনা গেল রাজ্যের পুলিশ প্রধান জিপি সিংহের কথায়। তিনি জানান, উপদ্রুত এলাকাতেই আফস্পা বলবৎ করা হয়৷ চার জেলা থেকে তা প্রত্যাহারের অর্থই হলো, রাজ্যে সমস্যাপ্রবণ এলাকা কমে আসছে৷ এর কৃতিত্ব তিনি আসাম পুলিশ, সেনা ও আধা সামরিক বাহিনীকে দেন৷ তাঁর কথায়, শান্তি ফেরানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অধস্তন হিসাবে পরিচিত কনস্টেবল পদাধিকারীরাই৷ হোমগার্ড এবং গ্রাম রক্ষী বাহিনীর কথাও এ প্রসঙ্গে উল্লেখ করেন তিনি৷
১৯৯০ সালের নভেম্বরে অসমে আফস্পা প্রথম কার্যকর হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker