India & World UpdatesHappeningsBreaking News

Indiscriminate firing by miscreants in Kashmir, 2 soldiers martyred
কাশ্মীরে অনুপ্রবেশকারীদের গুলিবর্ষণ, শহিদ ২ জওয়ান

১ জানুয়ারি : বছরের প্রথম দিনেই রক্তাক্ত হল কাশ্মীরের নিয়্ন্ত্রণরেখা। রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে সশস্ত্র অনুপ্রবেশকারীদের এলোপাথাড়ি গুলিতে শহিদ হলেন দুই জওয়ান। রাজৌরির নওসেরা সেক্টরের কালাল এলাকায় গুলির লড়াই শুরু হয় বুধবার ভোর রাত থেকে। সেনা সূত্রে খবর, পাক অধিকৃত কাশ্মীর থেকে খারি থারায়াত জঙ্গল হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল অনুপ্রবেশকারীরা। জওয়ানরা তাদের বাধা দিতে গেলেই দু’পক্ষের গুলি বিনিময় শুরু হয়ে যায়। অনুপ্রবেশকারীদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ যায় দুই সেনা জওয়ানের। ভারতীয় বাহিনীর প্রতি আক্রমণে পিছু হটছে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা। সীমান্তে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়েই বুধবার নিয়ন্ত্রণরেখা বরাবর তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনা।

Rananuj

এর কয়েকদিন আগে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে পাকিস্তানি বাহিনীর গোলাগুলি বর্ষণে এক সেনাজওয়ান শহিদ হয়েছিলেন। পাক সেনা জম্মু-কাশ্মীরের বারামুল্লার উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখায় প্রবল গুলিবর্ষণ করে। ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি পোস্টের পাশাপাশি সীমান্তবর্তী গ্রামকেও টার্গেট করে গোলা বর্ষণ করে। পাক বাহিনীর ভারী গোলাগুলির উপযুক্ত পালটা জবাব দেওয়ার সময় একজন সেনাকর্মী শহিদ হন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট আগেই জানিয়েছিল, সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে পাক মদতপুষ্ট লস্কর জইশের জঙ্গিরা। এ দিন ভোর রাতে তল্লাশি অভিযান চালাতে গেলেই সেনাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে সন্দেহভাজন জঙ্গিরা।

শোনা যাচ্ছে, এই মুহূর্তে কাশ্মীরে প্রায় ৩০০ ও জম্মুতে অন্তত ২০ জন জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। গতকাল সেনাপ্রধানের দায়িত্ব নিয়েই পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। সন্ত্রাস ও নাশকতার লড়াই বন্ধ না করলে আগামী দিনে ভারত যে আবারও সার্জিক্যাল স্ট্রাইকের মতো কঠোর প্রত্যাঘাতের পথ বেছে নেবে সেটাও স্পষ্ট করেছিলেন তিনি। সেনাপ্রধানের হুঁশিয়ারির ২৪ ঘণ্টাও কাটেনি, ফের রক্ত ঝরল উপত্যকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker