India & World UpdatesHappeningsBreaking News
দেশে প্রথম করোনা ভাইরাসে মৃত্যু কর্নাটকেIndia’s 1st coronavirus death confirmed in Karnataka
১২ মার্চ : নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু খবর সামনে এসেছে। মঙ্গলবার রাতে কর্নাটকে কালবুর্গি জেলায় করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আগেই সন্দেহ করা হয়েছিল।
বৃহস্পতিবার রাতে সরকারের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ৭৬ বছর বয়সী ওই ব্যক্তির। মৃত্যুর পর তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন চিকিত্সকরা। সরকারি সূত্রে বলা হয়েছে, ওই ব্যক্তি গত ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে হায়দরাবাদে ফিরেছিলেন। হায়দরাবাদ এয়ারপোর্টে তখন তাঁর স্ক্রিনিং করা হয়। কিন্তু তখন তাঁর শরীরে সে ধরনের কোনও লক্ষণ দেখা যায়নি।
তারপর গত ৫ মার্চ কালবুর্গিতে একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হন। ভর্তি হওয়ার সময় তাঁর পরিবারের তরফে বলা হয়, হাঁপানি ও উচ্চ রক্তচাপের সমস্যা হচ্ছে তাঁর শরীরে। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ তাঁর শরীরে হয়েছে কিনা তা তখন হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষা করে দেখার চেষ্টা করেন। কিন্তু এরই মধ্যে তাঁকে হায়দরাবাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেদিনই তাঁর মৃত্যু হয় এবং রাতেই তাঁর মরদেহ পরিবারের লোকজন বাড়ি নিয়ে যান।
ইতিমধ্যে বেসরকারি হাসপাতালের পরীক্ষা রিপোর্ট থেকে জানা গিয়েছে, তাঁর শরীরে করোনার সংক্রমণ হয়েছিল। সূত্রের খবর, মৃতের নাম মহম্মদ হুসেন সিদ্দিকি। সম্প্রতি তীর্থ করতে সৌদি আরব গিয়েছিলেন তিনি। অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশই বেড়ে চলেছে ভারতে।
বৃহস্পতিবার লে-তে এক ব্যক্তির শরীরের পাওয়া গিয়েছে ভাইরাসের সংক্রমণ। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৭৫। এর মধ্যেই দেশে প্রথম করোনার জেরে মৃত্যুর খবরে আতঙ্ক ছড়িয়েছে। বিশ্বজুড়েই নোভেল করোনা ভাইরাসের থাবায় ত্রাস তৈরি হয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা ‘হু’ করোনা ভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে।