Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গের সাংসদ নির্বাচিত সুস্মিতা দেব
Sushmita Dev elected unopposed to Rajya Sabha

ওয়েটুবরাক, ২৭ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন অসমের কন্যা সুস্মিতা দেব। একমাত্র আসনটিতে তাঁর বিরুদ্ধে কোনও প্রার্থী না থাকায় আজ সোমবারই তাঁর হাতে বিজয়ীর শংসাপত্র তুলে দেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শংসাপত্র হাতে নিয়েই সুস্মিতা জানান, তিনি রাজ্যসভায় পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের দাবি দাওয়া তুলে ধরবেন।

তাঁর কথায়, ‘পশ্চিমবঙ্গের সাংসদ নির্বাচিত হয়ে ভালো লাগছে। দল যা করতে বলবে তাই করবো।’ সুস্মিতা বলেন, :সংসদে বিজেপি বিরোধিতা আরও শক্তিশালী হলো। সবাই বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মুখ যিনি বিজেপির বিরুদ্ধে লড়তে পারেন। কংগ্রেস কেন পারল না তা ভাবতে হবে।’

জুলাইয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন সুস্মিতা। তার পরই তাঁকে রাজ্যসভায় পাঠানোর ব্যাপারে ভাবনাচিন্তা শুরু হয়। মানস ভুঁইয়ার খালি হওয়া আসনে তাঁকে টিকিট দেয় দল।

অসম ও ত্রিপুরায় দলকে শক্ত করতে সুস্মিতা দেবের ওপরেই ভরসা রাখছে তৃণমূল। তাঁর হাত ধরেই বিকল্প শক্তি হিসাবে উত্তর-পূর্বে ছড়িয়ে যেতে চায় দল। রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েই মোদি বিরোধিতায় সুর চড়িয়েছেন সুস্মিতা। তিনি বলেন, ‘মোদি সরকার বিরোধিতার পরিসর সংকীর্ণ করে আনছে। সংসদে কোনও বিল আর স্ট্যান্ডিং কমিটিতে যায় না। বিল নিয়ে ঠিক মতো বিতর্ক হয় না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker