NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
মেয়াদ ফুরিয়েছে, কাগজ কলের নিলামে কেউ অংশ নেয়নি, জানাল জাকরু
ওয়েটুবরাক, ১৭ জুন: এই বছরের১ জুন লিকুইডেটর কুলদীপ ভার্মা কাগজকলের নিলাম প্রক্রিয়া ঘোষণা করেছিলেন৷ শর্ত অনুযায়ী ১৫ জুন সন্ধ্যা ৬ টার মধ্যে যারা ৫৫ কোটি টাকা ইএমডি জমা করবে, তারাই ৩০ জুন নিলামে অংশগ্রহণের যোগ্যতা লাভ করবে৷ কিন্তু এই সময়সীমার মধ্যে কোনও ইএমডি জমা পড়েনি৷ ফলে প্রস্তাবিত নিলাম প্রক্রিয়া আইনগত ভাবে নিষ্ক্রিয় বা বাতিল হয়ে গেল।
জাকরু আশংকা ব্যক্ত করে যে, মুখ্যমন্ত্রী যদি শ্রমিক কর্মচারীর জীবন রক্ষার লক্ষ্যে তাৎক্ষণিক উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আরও অনেক শ্রমিকের প্রাণনাশ হতে পারে৷ কেননা এযাবৎ ৫৪ মাস থেকে বেতন বন্ধ করে রাখায় ৮৯ জন কর্মীর মৃত্যু হয়েছে, ৪ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, তাই বেঁচে থাকা বাকিদের প্রাণ রক্ষা করার দায়িত্ব সরকারের।
তবে জাকরু আশাবাদী, মুখ্যমন্ত্রী যেহেতু শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়ার কথা সর্বোচ্চ প্রাথমিকতা বলে ঘোষণা করেছেন, সেহেতু তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে শ্রমিকদের প্রাণ রক্ষা করার আহবান জানায় জাকরু। সাথে শিলচরের সাংসদ ডঃ রাজদীপ রায়কে নিজ প্রতিশ্রুতির প্রতি সম্মান জানিয়ে কাগজ কলের শ্রমিকদের জীবন রক্ষায় এগিয়ে আসার আহবান জানানো হয়৷ তাঁরা বলেন, সময়োচিত পদক্ষেপ না নিলে আবারও নিলাম প্রক্রিয়া শুরু হতে পারে৷ এতে চরম বিপর্যয়ের সম্মুখীন হবে শ্রমিকগণ