NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
আধার কার্ড না থাকলে রেশন কার্ড নয়, সিদ্ধান্ত রাজ্য সরকারের
২১ আগস্ট : আধার কার্ড না থাকলে কোনও হিতাধিকারী রেশন কার্ড পাবেন না। রেশন কার্ডের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের কথা ঘোষণা করল রাজ্য সরকার। এর পাশাপাশি অযোগ্য হিতাদিকারীর নাম রেশন কার্ড থেকে কর্তন করা হবে। ইতিমধ্যেই একটি বিশেষ ইলেকট্রনিক ডিভাইস চালু করা হয়েছে। এই বিশেষ ডিভাইসের মাধ্যমে অযোগ্য হিতাধিকারীদের শনাক্ত করা হবে। সুলভ মূল্যের দোকানিকে ৫ বছরের জন্য এই বিশেষ ডিভাইসটি রাখতে হবে। এই ডিভাইসে রেশন কার্ডের হিতাধিকারীকে আধার নম্বর ও বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন দিতে হবে। রেশন কার্ডের সব ধরনের তথ্য আগে থেকেই এই বিশেষ ডিভাইসে অন্তর্ভুক্ত করা থাকবে।
এতে বলা হয়েছে, অযোগ্য হিতাধিকারীর নাম নিজে থেকেই যোগ্য তালিকা থেকে কর্তন হয়ে যাবে। অযোগ্য হিতাধিকারীদের রেশন কার্ড ফিরিয়ে দিতে হবে। ইতিমধ্যেই নাম কর্তনের জন্য এজেন্সিকে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এক দেশ এক প্রকল্প অভিযানের আওতায় ইতিমধ্যেই আসামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানান, এই বিশেষ ডিভাইসের মাধ্যমে একজন হিতাধিকারী কতটা চাল নিয়েছেন, সে তথ্য এতে থাকবে। তিনি বলেন, যোগ্য হিতাধিকারী এর মাধ্যমে প্রয়োজনীয় রেশন পাবেন। তাছাড়া এর আরও একটি বড় দিক হচ্ছে, কোনও হিতাধিকারী যদি কামরূপ থাকেন, আর ১৫ দিনের জন্য যদি তিনি ধুবড়ি যান, তাহলে সেখান থেকেই ডিভাইসের মাধ্যমে তিনি রেশন সামগ্রী নিতে পারবেন। তবে এক্ষেত্রে হিতাধিকারীর আধার কার্ড বাধ্যতামূলক বলে তিনি উল্লেখ করেন।