India & World UpdatesHappeningsAnalyticsBreaking News

করোনা ভাইরাস টেস্টিং কিট তৈরি ভারতে
India makes COVID-19 testing kit

২৯ মার্চ: অসম্ভবকে সম্ভব করে তুললেন পুনের মাইল্যাব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান ভাইরোলজিস্ট মিনাল দাখাভে ভোঁসলে। মাত্র ছয় সপ্তাহে তৈরি করেন করোনা ভাইরাসের টেস্টিং কিট।

ভারতে ক্রমশ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে । হাতে নেই পর্যাপ্ত কিট । এই পরিস্হিতিতে দেশের কথা চিন্তা করে অন্তঃসত্বা অবস্হাতেই দিনরাত কাজ করে চলেন মিনাল৷ শেষে সন্তান প্রসবের  মাত্র কয়েক ঘন্টা আগে তৈরি করেন করোনা ভাইরাসের টেস্টিং কিট। ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির গুণমানের মাপকাঠিতে যখন উত্তীর্ণ হয়, তখন তিনি হাসপাতালে । কোলে সদ্যজাত মেয়ে । মা হওয়ার আনন্দ কয়েকগুণ বেড়ে যায় যখন তিনি জানতে পারেন, তার তৈরি টেস্টিং কিট পরীক্ষার জন্য অনুমোদন দিয়েছে সরকার ।

মূলতঃ তিনি ১৮ মার্চ জমা দিয়েছিলেন চূড়ান্ত গবেষণা সহ কিটটি৷ সেদিনই সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন। পরেরদিন জন্ম দেন কন্যাসন্তানের । উল্লেখ্য, এই একটি টেস্টিং কিট দিয়ে ১০০টি নমুনা পরীক্ষা করা যাবে । খরচ পড়বে ১২০০ টাকা । যেখানে বিদেশ থেকে আনা প্রতিটি টেস্টিং কিটের দাম পড়ে ৪ হাজার ৫০০ টাকা । এই  প্যাথো ডিটেক্ট টেস্টিং কিটের মাধ্যমে মাত্র আড়াই ঘণ্টায় জানা যাবে, ব্যক্তিটি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। স্বল্পমূল্যের এই কিট গত বৃহস্পতিবার বাজারে এসেছে, যা ভারতবাসীর জন্য এক স্বস্তির খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker