India & World UpdatesHappeningsAnalyticsBreaking News
করোনা ভাইরাস টেস্টিং কিট তৈরি ভারতেIndia makes COVID-19 testing kit
২৯ মার্চ: অসম্ভবকে সম্ভব করে তুললেন পুনের মাইল্যাব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান ভাইরোলজিস্ট মিনাল দাখাভে ভোঁসলে। মাত্র ছয় সপ্তাহে তৈরি করেন করোনা ভাইরাসের টেস্টিং কিট।
ভারতে ক্রমশ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে । হাতে নেই পর্যাপ্ত কিট । এই পরিস্হিতিতে দেশের কথা চিন্তা করে অন্তঃসত্বা অবস্হাতেই দিনরাত কাজ করে চলেন মিনাল৷ শেষে সন্তান প্রসবের মাত্র কয়েক ঘন্টা আগে তৈরি করেন করোনা ভাইরাসের টেস্টিং কিট। ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির গুণমানের মাপকাঠিতে যখন উত্তীর্ণ হয়, তখন তিনি হাসপাতালে । কোলে সদ্যজাত মেয়ে । মা হওয়ার আনন্দ কয়েকগুণ বেড়ে যায় যখন তিনি জানতে পারেন, তার তৈরি টেস্টিং কিট পরীক্ষার জন্য অনুমোদন দিয়েছে সরকার ।
মূলতঃ তিনি ১৮ মার্চ জমা দিয়েছিলেন চূড়ান্ত গবেষণা সহ কিটটি৷ সেদিনই সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন। পরেরদিন জন্ম দেন কন্যাসন্তানের । উল্লেখ্য, এই একটি টেস্টিং কিট দিয়ে ১০০টি নমুনা পরীক্ষা করা যাবে । খরচ পড়বে ১২০০ টাকা । যেখানে বিদেশ থেকে আনা প্রতিটি টেস্টিং কিটের দাম পড়ে ৪ হাজার ৫০০ টাকা । এই প্যাথো ডিটেক্ট টেস্টিং কিটের মাধ্যমে মাত্র আড়াই ঘণ্টায় জানা যাবে, ব্যক্তিটি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। স্বল্পমূল্যের এই কিট গত বৃহস্পতিবার বাজারে এসেছে, যা ভারতবাসীর জন্য এক স্বস্তির খবর।