Barak Updates
মহর্ষি বিদ্যামন্দিরে স্বাধীনতা দিবস উদযাপিত
Independence Day observed at Maharshi Vidyamandir

১৫ আগস্ট: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপিত হল শিলচর মহর্ষি বিদ্যমন্দিরে। সকাল থেকেই মাইকযোগে দেশাত্মবোধক সঙ্গীত বাজানো হয়। সাজসজ্জাও কোনও অংশে কম ছিল না স্কুল চত্বরে। আর এতে স্বতস্ফূর্তভাবে অংশ নেন পড়ুয়ারা।
শামিল ছিলেন শিক্ষক অশিক্ষক কর্মচারীরাও। জাতীয় পতাকা তোলেন অধ্যক্ষা শমিতা দত্ত। পর পর হাউস ভিত্তিক সমবেত দেশাত্মবোধক গান শোনান পড়ুয়ারা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিল স্টেলি ভরদ্বাজ ও আর সন্নিদ্ধি দেব।