NE UpdatesBarak UpdatesBreaking News

Indefinite bandh in Dima Hasao from Tuesday
মঙ্গলবার থেকে ডিমা হাসাও জেলায় অনির্দিষ্টকালের বনধ

১০ ফেব্রুয়ারি: ফের ডিমা হাসাও জেলায় বনধ ডাকল এনসি হিলস ইন্ডিজেনাস পিপলস ফোরাম৷ ফোরামের সম্পাদক এল লিমা কেভম জানান, মঙ্গলবার থেকে বনধ চলবে অনির্দিষ্টকালের জন্য৷ দাবি মেটানো না হলে কোনও আশ্বাসে বনধ তোলা হবে না৷ তাদের দাবি, ডিমা হাসাও জেলাকে দুই ভাগ করে অডিমাসা উপজাতিদের জন্য পৃথক জেলা ও স্বশাসিত পরিষদ গঠন করতে হবে৷

২০১০ সালে ডিএইচডিজে-র সঙ্গে শান্তিচুক্তির শর্ত মেনে উত্তর কাছাড়ের নাম পাল্টে ডিমা হাসাও জেলা করা হয়৷ ডিমা হাসাও শব্দের অর্থ ডিমাসাদের অঞ্চল৷ তাই অডিমাসা উপজাতিরা জেলা ভাগের দাবি করছেন৷ ডিমা হাসাও জেলায় অনির্দিষ্টকালের বনধে বরাক উপত্যকা এবং ত্রিপুরা-মিজোরামেও উদ্বেগ দেখা দিয়েছে৷ কারণ ওই অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ এই পাহাড়ি জেলার ওপরই নির্ভরশীল৷ গত বৃৃহস্পতিবারও একই দাবিতে বনধ পালন করে এরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker