India & World UpdatesAnalyticsBreaking News
সামাজিক দূরত্ব বাড়িয়ে মানসিক সম্পর্ক বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীরIncrease social distance and decrease emotional distance, says PM Modi on ‘Mann Ki Baat’
২৯ মার্চ : দেশজুড়ে সবাইকে ঘরবন্দি থেকেই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু একটানা ঘরবন্দি হয়ে থাকতে থাকতে ধীরে ধীরে মানুষ অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। আর সে কারণেই রবিবার সকালে মন কি বাত-এ দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বললেন, সামাজিক দূরত্ব বাড়ান, কিন্তু পরিচিতের সঙ্গে মানসিক দূরত্ব নয়। এ দিন জাতির উদ্দেশে তিনি বলেন, যারা এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন, তারা সাবধানতা অবলম্বন করছেন। তাদের মধ্যে কোনওরকম ভেদাভেদ রাখা ঠিক নয়।
গত মঙ্গলবার দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীকে করোনা ভাইরাসের হাত থেকে বাঁচাতেই এই পন্থা অবলম্বন। সারা বিশ্বে রীতিমত মহামারির আকার ধারণ করেছে এই ভাইরাস। তারই সঙ্গে এই দেশেও ক্রমে বেড়ে চলেছে সংক্রমণের হার। আর তাই কোনওভাবেই যাতে হাতের বাইরে না পরিস্থিতি চলে যায়, সে কারণে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। এই সময়ে মানুষ যাতে অবসাদগ্রস্ত না হয়ে পড়েন, সেই কারণে সাধারণের উদ্দেশে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র।
এমনিতেই দেশ জুড়ে এই পরিস্থিতি সব রাজ্য কেন্দ্রের সঙ্গে এক হয়ে শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করছে। বেশ কয়েকটি রাজ্যতে প্রধানমন্ত্রীর ঘোষণার আগেই জারি করা হয়েছিল লকডাউন। নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সব ধরনের জমায়েতের উপরেও। বন্ধ রাখা হয়েছে একাধিক ক্লাব, সিনেমাহল সহ জনবহুল জায়গা। আর এই পরিস্থিতিতে সরকারের সঙ্গে সহায়তা করার জন্য আর এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে সঙ্গী হওয়ার জন্য দেশবাসীকে এভাবে সাহস যোগালেন প্রধানমন্ত্রী।