Barak UpdatesHappenings
উপত্যকা জুড়ে জল বাড়ছে, অন্নপূর্ণাঘাটে বরাক বিপদসীমায়Incessant rain pushes river levels higher, Barak touches danger level at Annapurna Ghat
১২ জুলাইঃ বরাক উপত্যকার তিন জেলাতেই নদনদীর জল ক্রমে বেড়ে চলেছে। বেশকিছু প্রধান নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। বরাক সহ অন্যান্য নদীগুলিও বিপদসীমা ছুঁইছুঁই। ফলে মানুষ বন্যাতঙ্কে ভুগছেন। এরই মধ্যে হাইলাকান্দি জেলার বহু গ্রামে জল ঢুকে পড়েছে। অন্যত্রও একই আশঙ্কা দেখা দিয়েছে।
শিলচর অন্নপূর্ণাঘাটে রাত ১১টায় বরাক নদীর জল ছিল ১৯.৭৭ মিটার উচ্চতায়। পরবর্তী একঘণ্টায় জল ৬ সেমি বেড়ে রাত ১২টায় বিপদসীমা ১৯.৮৩ মিটার ছুঁয়ে ফেলেছে। তবে বাঁধ মেরামতির সাহায্যে নদীর উচ্চতা বাড়ানোর দরুন আরও কিছু সময় নিরাপদ থাকা যায়। কিন্তু ৬-৭ সেমি করে প্রতি ঘণ্টায় বাড়তে থাকলে কখন জল বাঁধ উপচে শহরে ঢুকে পড়ে বলা মুশকিল।
বদরপুরঘাটে বরাক অনেক আগেই বিপদসীমা অতিক্রম করে গিয়েছে। সেখানে ১৬.৮৫ মিটারের সেই সীমা ছাড়িয়ে বরাক রাত ১০টায় ১৬.৯২ মিটারে বইছিল। ঘাড়মুড়াতেও একই অবস্থা। সেখানে ধলেশ্বরীর বিপদসীমা ২৮.০৫ মিটার। সেখানে নদী বইছে ২৯.৯১ মিটার উচ্চতায়। লক্ষ্মীপুরে বরাক ২৩.১৭ মিটারের বিপদসীমা ডিঙিয়ে ২৩.৮৮ মিটার দিয়ে বইছে। ধলাইয়ে রুকনি নদীও ফুঁসে উঠেছে। ২৪.৫৮ বিপদসীমা ছুঁতে আর বেশি সময় বাকি নেই। এই সময়ে সেখানে জলস্তর ২৪.২ মিটার।