NE UpdatesHappeningsBreaking News

তিন বছরে আসাম থেকে নিখোঁজ ১৯,৩৪৪, ৮ রাজ্য থেকে উদ্ধার ৫১৩০টি শিশু
In 3 years 19,344 children missing from Assam

রাজ্যসভায় তথ্য তুলে ধরলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষাণ রেড্ডি

২৩ নভেম্বর : ২০১৫ থেকে ২০১৭। এই তিন বছরে উত্তরপূর্বের রাজ্যগুলি থেকে কমপক্ষে ২৮ হাজার মানুষ নিখোঁজ হয়েছেন। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষাণ রেড্ডি। তিনি জানান, ২৭,৯৬৭ জনের মধ্যে সব থেকে বেশি মানুষ নিখোঁজ হয়েছেন অসম থেকে, এই সংখ্যা ১৯৩৪৪ জন। ২০১৫ সালে অসম থেকে ২১৬৯ জন শিশু, ২৬১৩ জন মহিলা এবং ১৫২৮ জন পুরুষ নিখোঁজ হয়েছেন। ২০১৬ সালে ২৪১৩ জন শিশু, ৩৪৩৯ জন মহিলা এবং ২১৩০ জন পুরুষ নিখোঁজ হয়েছেন। ২০১৭ সালে ১৬৫১ জন শিশু, ২৪৫৩ জন মহিলা এবং ৯৪৮ জন পুরুষ নিখোঁজ হয়েছেন।

মন্ত্রী জানান, এই তিন বছরে ত্রিপুরা থেকে ৪৪৫৫ জন, মেঘালয় থেকে ১৩৮৫ জন, মনিপুর থেকে ৯৯৯ জন, সিকিম থেকে ৯৭৪ জন, অরুণাচল থেকে ৪৫৭ জন, নাগাল্যান্ড এবং মিজোরাম থেকে যথাক্রমে ৩৪৩ এবং ১০ জন নিখোঁজ হন। স্বরাষ্ট্র এও বলেন, ২০১৮ এবং ২০১৯ সালের পুরো তথ্য এখনও সরকারের হাতে আসেনি। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অন্য একটি তথ্য দিয়ে বলেছেন, উত্তর পূর্বের ৮ রাজ্য থেকে ২০১৫-১৭-র মধ্যে ৫১৩০টি শিশুকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৩৭৬টি শিশু অসমের, ৪৭২ জন ত্রিপুরার, ৩৭৭ জন মেঘালয়ের, ২৭৭ জন মনিপুরের, ২৬৯ জন সিকিমের, ১৯২ জন নাগাল্যান্ডের, ১৬৩ জন অরুণাচল প্রদেশের এবং ৪ জন মিজোরামের।

এ প্রসঙ্গে বিস্তৃত তথ্য তুলে ধরে রেড্ডি জানান, ত্রিপুরায় ২০১৫ সালে ১৭৯ জন শিশু, ৫৮৩ জন মহিলা এবং ৪০১ জন পুরুষ নিখোঁজ হয়েছেন। ২০১৭ সালে ১৬৬ জন শিশু, ৯৩৩ জন মহিলা এবং ৬৪২ জন পুরুষ নিখোঁজ হয়েছেন। মেঘালয় থেকে ২০১৫ সালে ১৭৯ জন শিশু, ১৩৮ জন মহিলা এবং ১২৬ জন পুরুষ নিখোঁজ হয়েছেন। ২০১৬ সালে ১৮৪ জন শিশু, ১৫৯ জন মহিলা এবং ১৫৫ জন পুরুষ নিখোঁজ হয়েছেন। ২০১৭ সালে ১৪৮ জন শিশু, ১৩৬ জন মহিলা এবং ১৬০ জন পুরুষ নিখোঁজ হয়েছেন।

মনিপুর থেকে ২০১৫ সালে ৭০ জন শিশু, ৪৬ জন মহিলা এবং ৫২ জন পুরুষ নিখোঁজ হয়েছেন। ২০১৬ সালে ১৮৬ জন শিশু, ১৫৪ জন মহিলা এবং ১৫৪ জন পুরুষ নিখোঁজ হয়েছেন। ২০১৭ সালে ৯৭ জন শিশু, ১৩১ জন মহিলা এবং ১০৯ জন পুরুষ নিখোঁজ হয়েছেন। সিকিম থেকে ২০১৫ সালে ১১৯ জন শিশু, ৭৭ জন মহিলা এবং ৫৬ জন পুরুষ নিখোঁজ হয়েছেন। ২০১৬ সালে ১৫০ জন শিশু, ৬৬ জন মহিলা এবং ৩৭ জন পুরুষ নিখোঁজ হয়েছেন। ২০১৭ সালে ৮৮ জন শিশু, ২২৫ জন মহিলা এবং ১৫৬ জন পুরুষ নিখোঁজ হয়েছেন।

অরুণাচল প্রদেশ থেকে ২০১৫ সালে ১০৫ জন শিশু, ৩২ জন মহিলা এবং ১৮ জন পুরুষ নিখোঁজ হয়েছেন। ২০১৬ সালে ৬১ জন শিশু, ৩৪ জন মহিলা এবং ১৩ জন পুরুষ নিখোঁজ হয়েছেন। ২০১৭ সালে ৭৪ জন শিশু, ১১২ জন মহিলা এবং ৮ জন পুরুষ নিখোঁজ হয়েছেন। নাগাল্যান্ড থেকে ২০১৫ সালে ৩৪ জন শিশু, ১৭ জন মহিলা এবং ১১ জন পুরুষ নিখোঁজ হয়েছেন। ২০১৬ সালে ৭৭ জন শিশু, ২০ জন মহিলা এবং ১৯ জন পুরুষ নিখোঁজ হয়েছেন। ২০১৭ সালে ১০৩ জন শিশু, ৪০ জন মহিলা এবং ২২ জন পুরুষ নিখোঁজ হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker