NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

ILP: Organisations to check documents themselves in Meghalaya from Wednesday
ইনার লাইন পারমিট: বুধবার থেকে মেঘালয়ে নথি পরীক্ষায় নামবে ঐক্যমঞ্চ

১০ ফেব্রুয়ারি: মেঘালয় বিধানসভায় অনুমোদন মিললেও কেন্দ্র থেকে এখনও সে রাজ্যে ইনার লাইন পারমিট চালুর সবুজ সংকেত মেলেনি৷ তাতে ক্ষিপ্ত হয়ে উঠেছে কনফেডারেশন অব মেঘালয় সোস্যালাইজেশন৷ সরকার ব্যবস্থা না নিলে তারা নিজেরাই নথি পরীক্ষায় নামবেন বলে জানিয়ে দিয়েছেন৷

মেঘালয়ের বিভিন্ন সংগঠনের ঐক্যমঞ্চের এই ঘোষণায় বরাক উপত্যকা ও ত্রিপুরায় উদ্বেগ দেখা দিয়েছে৷ শঙ্কিত যানচালকরাও৷ কারণ এর আগে অসমে এনআরসির খসড়া প্রকাশ হতেই বিভিন্ন সংগঠন মেঘালয়-অসম সীমায় গেট বসিয়ে দিয়েছিল৷ চূড়ান্ত না হতেই এনআরসির নথি দেখানোর জন্য হয়রানি করেছিল৷ নাগরিকত্বের প্রমাণ হিসাবে অন্যান্য নথি দেখালেও মানতে চায়নি৷ সাধারণ জনতার বহু গুরুত্বপূর্ণ নথি এরা ছিঁড়ে ফেলে৷ অনেককে শারীরিক নিগ্রহ করে৷

কনফেডারেশনের সভাপতি রবার্ট জুনে বলেন, কেন্দ্র ইনার লাইন পারমিট চালুতে অহেতুক বিলম্ব করছে৷ তারা আর অপেক্ষায় নারাজ৷ এখন নিজেরাই নথি পরীক্ষায় নামবেন৷ সে জন্য রাজ্য জুড়ে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে৷ মেঘালয়ে ভিন রাজ্যের কাউকে দেখলেই তারা ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র দেখতে চাইবেন৷ ডিমাপুরে নতুন করে ইনার লাইন পারমিট চালু হলেও মেঘালয়ে কেন নয়, প্রশ্ন তাদের৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker