Barak UpdatesHappeningsBreaking News
উধারবন্দে অবৈধ দোকান উচ্ছেদ করল প্রশাসনIllegal shops evicted at Udharbond
১০ জুন : ফুটপাত দখলমুক্ত করতে উধারবন্দ বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালালো প্রশাসন। সোমবার সকাল ১১টা থেকে দিনভর চলে এই অভিযান। উধারবন্দ ভিআইপি সড়কের দু’পাশে ফুটপাতের উপর গজিয়ে ওঠা দোকানগুলো এ দিন জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বেশ কয়েকটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের বারান্দাও এ দিন উচ্ছেদের কবলে পড়ে। উধারবন্দ থানা থেকে পানগ্রাম দিঘিরপার পর্যন্ত চলে এই উচ্ছেদ অভিযান।
উচ্ছেদ চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন উধারবন্দের সার্কল অফিসার কুলদীপ হাজরিকা। উচ্ছেদকে কেন্দ্র করে যেকোনও ধরনের অশান্তকর পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছিল সিআরপিএফ বাহিনী। এছাড়াও উচ্ছেদ অভিযানে ছিলেন পূর্ত বিভাগের সহকারী বাস্তুকার সুখেন্দু দাস, সেটেলমেন্ট অফিসের কানুনগো লালবাহাদুর বারই এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা। এ দিন এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উধারবন্দ বাজার এলাকায় কৌতুহলী মানুষের ভিড় জমে যায়। ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়। তবে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে কোনও প্রতিরোধ বা অপ্রীতিকর ঘটনার মুখে পড়তে হয়নি প্রশাসনের কর্তাদের।