India & World UpdatesAnalyticsBreaking News

বেসরকারি হাতে না গেলে বন্ধ করে দেওয়া হবে এয়ার ইন্ডিয়া : বিমান মন্ত্রী
If sale offer flops, Air India will have to be shut down: Civil Aviation Minister

২৭ নভেম্বর : কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী আজ রাজ্যসভায় ফের বললেন, ‘হয় এয়ার ইন্ডিয়া বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। আর সেই চেষ্টা বিফল হলে বন্ধ করে দেওয়া হবে সংস্থা।’ এই ঘোষণার পর এয়ার ইন্ডিয়ার কর্মীদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, কর্মীদের এ নিয়ে চিন্তার কিছু নেই। তাঁদের সঙ্গে একটি সহায়ক ডিল করবে সরকার।

কেন্দ্রীয় সরকার আগামী ৩১ মার্চ সময়সীমা ধার্য করেছে এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ পদ্ধতি সম্পূর্ণ করার জন্য। এই সময়সীমার মধ্যে যদি কোনও সংস্থা এয়ার ইন্ডিয়া কিনতে পারে, তাহলে সংস্থাটি বেঁচে যাবে।। অন্যথায় বন্ধ হয়ে যাবে দেশের একমাত্র সরকারি উড়ান পরিষেবা এয়ার ইন্ডিয়া। বুধবার কার্যত সংসদের উচ্চকক্ষে এ কথা স্পষ্ট করে দিয়েছন মন্ত্রী। ফলে এ নিয়ে আর সংশয়ের অবকাশ রইল না।

এয়ার ইন্ডিয়াকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা ২০১৮ সাল থেকেই চালাচ্ছে কেন্দ্র। ২০১৮ সালেই এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য সংস্থাদের আহ্বান জানায় কেন্দ্র। কিন্তু সেই আহ্বানে একটিও বেসরকারি সংস্থা উত্‍সাহ দেখায়নি। ফলে এয়ার ইন্ডিয়া সরকারের হাতেই থেকে যায়। প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার আর্থিক দুরবস্থা আজকের নয়। অনেকদিন ধরেই ধুঁকছে সরকারি এই উড়ান পরিষেবা। ইউপিএ ২ সরকার ক্ষমতায় থাকাকালীন ৩০ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য করে এয়ার ইন্ডিয়ার পুনরুজ্জীবনে। কিন্তু তাতেও যে কাজের কাজ কিছু হয়নি তা বর্তমান হাল দেখলেই পরিস্কার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker