Barak UpdatesHappeningsBreaking News
দল চাইলেও বিধানসভা ভোটে দাঁড়াচ্ছেন না সুস্মিতাI won’t contest in assembly elections, asserts Sushmita Dev
১৫ জানুয়ারি: বিধানসভা নির্বাচনে শিলচরে কে হবেন কংগ্রেস প্রার্থী? তপোধীর ভট্টাচার্য না কি সুস্মিতা দেব? শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব জানিয়েছেন, দুইজনের কেউ নন৷ তপোধীরবাবুর সঙ্গে তাঁদের এ ধরনের কথাবার্তাই হয়নি৷ তাঁরা সে ভাবে ভাবছেনও না৷ সুস্মিতার কথায়, শুধুই দুটো বই দিতে প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন সাংসদ গৌরব গগৈ৷ তিনি সঙ্গে ছিলেন৷
আর নিজের প্রসঙ্গে মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী বললেন, “চর্চাটি অমূলক নয় বটে, কিন্তু আমি দাঁড়াচ্ছি না৷ সোনিয়া গান্ধী নিজে ডেকে আমাকে দাঁড়াতে বলেছিলেন৷” কী বললেন দলনেত্রীকে? সুস্মিতা জানান, তিনি তাঁকে বলে দিয়েছেন, নিজে দাঁড়াবেন না৷ তাহলে এক আসনে তাঁকে আটকে পড়তে হবে৷ দলের প্রয়োজনেই তিনি চান জেলার সাত আসনে ছুটতে৷ প্রার্থীদের জিতিয়ে আনতে৷
কে হবেন তবে দলের প্রার্থী? সুস্মিতা দেব জানান, টিকিট মিলবে সমীক্ষার ভিত্তিতে৷ সে কাজ প্রায় শেষ৷ শীঘ্র এর রিপোর্ট পেয়ে যাবেন বলে আশা করছেন৷ সে ক্ষেত্রে এ মাসের শেষ দিকে চিত্র পরিষ্কার হবে৷ তবে কোনও আসনেই প্রার্থী নিয়ে সঙ্কট নেই, এ কথা জানিয়ে প্রাক্তন সাংসদ বলেন, লক্ষীপুরেও টিকিটের অনেক দাবিদার৷ একে তিনি দলের মধ্যে গণতন্ত্র ও শক্তির প্রকাশ বলে মন্তব্য করেন৷