Barak UpdatesHappeningsBreaking News
বিজেপিতে যাচ্ছি, ঘোষণা রাজদীপ গোয়ালার“I am joining BJP,” declares Rajdeep Goala
বিধায়কের সমর্থনে লক্ষীপুরে বড়সড় মিছিল
১০ অক্টোবরঃ “বিজেপিতে যাচ্ছি৷” কংগ্রেস থেকে বহিষ্কারের ২৪ ঘণ্টার মধ্যে স্পষ্ট করেই বলে দিলেন লক্ষীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা৷ এ দিন আর রাখঢাক নেই৷ রাজদীপ বললেন, বিজেপি নেতাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে৷
কিন্তু লক্ষীপুর আসনে যে বিজেপির জেলা সভাপতি কৌশিক রাই আগে থেকেই টিকিটের দাবিদার! কী বলবেন লক্ষীপুরের দুইবারের বিধায়ক, তাঁর মুখের দিকে তাকিয়ে সবাই৷ রাজদীপের এক বাক্যের জবাব, মনোনয়নের ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে৷
কংগ্রেসের বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে এবং রাজদীপ গোয়ালার সমর্থনে শনিবার পয়লাপুল কমিউনিটি হলে এক সভা হয় এবং পরে তাঁরা মিছিল বের করেন৷ প্রায় সবাই পুরনো কংগ্রেসি৷ তাঁরা পয়লাপুল চৌমাথায় রাহুল গান্ধী ও সুস্মিতা দেবের কুশপুতুল দাহ করেন৷ জানিয়ে দেন, রাজদীপের সঙ্গে তাঁরাও বিজেপিতে যোগ দেবেন৷ সভা ও মিছিলে বারবার স্লোগান ওঠে, চা-শ্রমিক নেতা রাজদীপ গোয়ালা জিন্দাবাদ, জেলা কংগ্রেস মুর্দাবাদ, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, সুস্মিতা দেব, রিপুন বরা হায় হায় ইত্যাদি l তাদের কুশপুতুল পোড়ানো ও মিছিল ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয় পয়লাপুলের প্রত্যেকটি সড়কে l শেষে মিছিলে অংশগ্রহণকারীরা উপস্থিত হন পয়লাপুলস্থিত বিধায়ক রাজদীপ গোয়ালার বাসভবনে l তাঁরা তাঁর সঙ্গেই থাকবেন বলে প্রতিজ্ঞবদ্ধ হন l
মিতভাষী রাজদীপ এ দিন কংগ্রেসের সমালোচনায় মুখর ছিলেন৷ বলেন, ২০২১ সালের নির্বাচনে লক্ষীপুর কংগ্রেসমুক্ত হবে৷ অনুশাসন ভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্তে হেসে ওঠেন দীনেশ-তনয়৷ বলেন, কংগ্রেসে আবার অনুশাসন! তাঁর কথায়, দলটির কোনও ভিশন নেই৷ জনগণের মতামতের বিরুদ্ধে এরা অবস্থান নেয়৷ এ প্রসঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইনের উল্লেখ করে বলেন, বরাকের কংগ্রেস একে সমর্থন জানিয়েছিল৷ কিন্তু রাজ্য ও কেন্দ্রে একই দল এর বিরোধিতা করেছে৷
কংগ্রেস-এআইইউডিএফের সম্ভাব্য মিত্রতা নিয়েও রাজদীপ গোয়ালা সমালোচনায় মুখর হন৷ বলেন, দলীয় কর্মীরা এর বিরোধিতায় সোচ্চার রয়েছেন৷ তিনি নিজেও এর বিরোধিতা করেছিলেন৷ কিন্তু নেতারা সে সব মানতে নারাজ৷