Barak UpdatesBreaking News

রাজ্যসভায় সিলেট মূলের প্রতিনিধি চেয়ে শিলচরে অনশন
Hunger strike at Silchar in demand of giving representation in Rajya Sabha to persons from Sylhet origin

২৮ মে : বরাক উপত্যকা থেকে রাজ্যসভায় প্রতিনিধি পুনর্বহালের দাবিতে মঙ্গলবার একদিনের অনশন পালন করল পৃথক বরাক ডিমান্ড কমিটি। শিলচর ডাকবাংলো রোডের মুখে ক্ষুদিরাম মূর্তির সামনে এ দিন অনশনে বসেন এই কমিটির কয়েকজন সদস্য। অনশনের ব্যাপারে কথা বলতে গিয়ে শুভদীপ দত্ত বলেন, রাজ্যসভার একটি আসন সিলেট মূল এর জন্য ১৯৫৬ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, তা বিগত ১১ বছর ধরে উল্লঙ্ঘন করা হয়েছে।

Rananuj

সে অনুযায়ী এই আসনে এর আগে অনেকেই এ অঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু ২০০৮ সালে শেষ বার সাংসদ হিসেবে ছিলেন কর্নেন্দু ভট্টাচার্য। এরপর আর কাউকে এখান থেকে রাজ্যসভায় পাঠানো হয়নি। তিনি বলেন, বর্তমান সময়ে নাগরিকপঞ্জি নবায়নের এই সংকটময় মুহূর্তে হিন্দু সিলেটিদের পক্ষে একজন রাজ্যসভায় প্রতিনিধিত্ব করার খুব প্রয়োজন ছিল। সরকার যেন এই অধিকার থেকে বঞ্চিত বঞ্চিত না করেন।

শুভদীপ দত্ত আরও বলেন, সবদিক দিয়ে বরাক উপত্যকা নানাভাবে বঞ্চিত। এখানে ভালো লোকের অভাব নেই। কিন্তু সরকার বরাক উপত্যকা থেকে একজনকেও রাজ্যসভায় পাঠানোর প্রয়োজন মনে করেনি। এর প্রতিবাদে এই অনশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker