India & World UpdatesHappeningsBreaking News
প্রথম দিনেই বিপত্তি, শতাধিক বিমান বাতিল, যাত্রীদের ভোগান্তিHundreds of flight cancelled on very 1st day, passengers in great trouble
25 মেঃ প্রথম দিনেই ঘটল বিপত্তি। দেশের বিভিন্ন শহরে শতাধিক বিমান বাতিল হযে গিয়েছে। এ দিন দিল্লিগামী ও দিল্লি থেকে ওড়ার মোট ৮২টি বিমান বাতিল করা হয়েছে। শেষ মুহূর্তে বিমান বাতিল হয়েছে মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাইতেও। আর তা নিয়ে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। বিমানবন্দরের টার্মিনালেই বিক্ষোভ দেখান যাত্রীদের একাংশ। সোশাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড় ওঠে। তাঁদের অভিযোগ, আগাম কোনও তথ্য ছাড়াই একেবারে শেষ লগ্নে উড়ান বাতিল করা হয়েছে। এর ফলে হয়রানির শিকার হন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, বিমান যে বাতিল করা হয়েছে তা শেষ মুহূর্ত পর্যন্ত তাঁরা জানতে পারেননি।
মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ৫০টি বিমান ওঠানামার কথা ছিল। ভোর থেকেই যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছিল। টার্মিনালে যাত্রীদের লাইনও ক্রমশই লম্বা হতে শুরু করে। যাত্রীদের থার্মাল স্ক্রিনিং চলছিল। তাঁদের মোবাইলে ‘আরোগ্য সেতু’ অ্যাপ রয়েছে কিনা তাও-ও খতিয়ে দেখা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত বিমান বাতিল হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েন যাত্রীরা। বিমান চলাচল কখন শুরু হবে তা নিয়েও তীব্র ধোঁয়াশা দেখা দেয় যাত্রীদের মধ্যে। একইরকম ভাবে বেঙ্গালুরু থেকেও ন’টি বিমান বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে চেন্নাইয়েও।